ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেট শিকারীর মাথায় থাকে বেগুনি রঙয়ের টুপি। এখনও পর্যন্ত হওয়া আইপিএলের ১০ টি ম্যাচের হিসাবে বর্তমানে পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব। তিনি ৩টি ম্যাচে ৮টি উইকেট পেয়েছেন। এবং সেই ৩টি ম্যাচে ১২ ওভার বল করার বিনিময়ে ৫৯ রান দিয়েছেন উমেশ।
বেগুনি টুপির দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। তিনি ২টি ম্যাচে ৮ ওভার বল করে নিয়েছেন মোট ৫টি উইকেট। এবং খরচ করেছেন ৪৮ রান। পার্পল ক্যাপের লড়াইয়ে তিন নম্বরে রয়েছেন গুজরাত টাইটান্সের মোহম্মদ শামি। তিনি এখনও পর্যন্ত আইপিএলের দুইটি ম্যাচে খেলে ৫ উইকেট নিয়েছেন। ৮ ওভার বল করে দিয়েছেন ৫৫ রান।
এই তালিকায় চার নম্বরে রয়েছেন কেকেআরের টিম সাউদি। ২টি ম্যাচে খেলে ৫টি উইকেট নিয়েছেন সাউদি। এবং ৮ ওভার বল করে ৫৬ রান খরচ করেছেন সাউদি। পাঁচ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভানিন্দু হাসারঙ্গা। ২টি ম্যাচে ৮ ওভার বোলিং করে ৫টি উইকেট নিয়েছেন তিনি। তবে হাসারঙ্গা রান দিয়েছেন ৬০।