জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় সংসদে তিনি বাজেট উত্থাপন শুরু করেন। প্রস্তাবিত এই বাজেটকে ব্যবসা ও শিল্প সহায়ক বলে মনে করছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলু বলেন, এ বাজেট কর্মসংস্থানমুখী এবং মূল্যস্ফীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে তিনি প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী উল্লেখ করে বাজেট বাস্তবায়নে দুর্নীতি প্রতিরোধ, অর্থ পাচার রোধ এবং প্রবৃদ্ধির সুফল যেন সুষমভাবে বন্টন হয় সেদিকে নজর দেয়ার জন্য সরকারের সুদৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ, নিত্যপণ্যের দামে লাগাম টানতে এবং উৎপাদন ব্যয় কমাতে বিদ্যুৎ খাতে ভর্তুকি, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তায় ভর্তুকি প্রদানের মত বিষয়গুলো অন্তর্ভূক্ত থাকায় অর্থনীতিতে গতি সঞ্চার করবে।