থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলের অন্তত চারজন সদস্যকে উদ্ধার করে বাইরে আনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
পানিতে ডুবে যাওয়া গুহার সুড়ঙ্গের ভেতর দিয়ে এক অভূতপূর্ব অভিযানের মাধ্যমে ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচকে উদ্ধারে অভিযান শুরু হয় রবিবার সকালে।
থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, যে চারজনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে, তাদেরকে এখন ডাক্তাররা পরীক্ষা করছেন।
পানিতে ডুবে যাওয়া সুড়ঙ্গের ভেতর দিয়ে এদের বাইরে আনার জন্য ডুবুরিরা নানা ধরণের যন্ত্রপাতি ব্যবহার করছেন। প্রতিটি ছেলের সঙ্গে দুজন করে ডুবুরি থাকছে।
এই উদ্ধার অভিযানে আরও সময় লাগতে পারে।
গত দু সপ্তাহের বেশি সময় ধরে ১২ জন কিশোর ফুটবলার এবং তাদের কোচ সেখানে আটকে পড়েছিল।
একটি আন্তর্জাতিক উদ্ধারকারী দল এই আটকে পড়া ছেলেদের উদ্ধারে নিয়োজিত রয়েছে। এতে থাই নৌবাহিনীর সীল সদস্য এবং বিদেশি ডুবুরিরা আছে।