1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ আগস্ট, ২০১৮
  • ১৯৩ বার দেখা হয়েছে

ঢাকা, ১৫ আগস্ট, ২০১৮ সারাদেশের মতো বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতেও আজ যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ হাইকমিশন, ইতালীর মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, ভারতের দিল্লীতে বাংলাদেশ হাই কমিশন এবং ভিয়েতনামের হ্যানয় দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। এ সময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ ছাড়া চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, শিক্ষক ও কমিউনিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার অভিবাসী বাংলাদেশীগণ অনুষ্ঠানে যোগ দেন।
ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। দোয়া ও প্রার্থনা, এক মিনিট নিরবতা পালন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচির সূচনা করেন।
ইতালীর মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। দোয়া ও প্রার্থনা, এক মিনিট নিরবতা পালন, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রোজিনা আহমেদ কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারি ও প্রবাসী নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।
ভারতের দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। দোয়া ও প্রার্থনা, এক মিনিট নিরবতা পালন, প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী সকালে দিনের কর্মসূচির সূচনা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com