ক্রীড়া প্রতিবেদক
গত বছরের সেপ্টেম্বরে এই নেপালকে হারিয়ে নারী সাফ ফুটবলে প্রথমবারের মতো শিরোপা জিতে ইতিহাস গড়েছিল সাবিনা খাতুনরা। এবার ঘরের মাঠে সেই নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী সাফ ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।
কিক-অফের পর বাংলাদেশ তুলনামূলক প্রাধান্য বিস্তার করলেও শুরুর দিকে গোল করার মতো পরিষ্কার সুযোগ সৃষ্টি করতে পারেনি। মাঝমাঠের সমন্বয়হীনতায় এ সময় স্বাগতিকদের মাঝে ছিল লম্বা পাসে খেলার প্রবণতা। আকলিমা খাতুনকে কড়া মার্কিংয়ে রাখে নেপাল রক্ষণ। আকলিমার দিকে মনোযোগের সুযোগ নিয়ে প্রথমার্ধের শেষদিকে দুই গোল করেন শাহিদা আক্তার রিপা ও শামসুন্নাহার জুনিয়র।
কালবেলা পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৪১ মিনিটে প্রথম গোলটি করেন শাহিদা আক্তার। নেপালের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে বল জালে জড়ান তিনি। শাহিদা কক্সবাজারের মেসি হিসেবে বেশ পরিচিত।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে স্কোরলাইন ২-০ করেন শামসুন্নাহার জুনিয়র। নেপালের গোলকিপারকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে আরও একটি গোলের দেখা পায় বাংলাদেশ (৩-০)। গোলটি করেন উন্নতি খাতুন।
গ্রুপ পর্বে এই নেপালকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ফাইনালের মঞ্চে সেই নেপাল বাংলাদেশের জাল খুঁজে পায়নি। শেষ বাঁশি বাজার পর অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা উল্লাসে মাতে বাংলাদেশের মেয়েরা।
এদিকে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন দেশের নারী ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে আরও কঠোর অনুশীলন করতে হবে।