1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ প্রচণ্ড বাতাসের আশঙ্কা, লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ জমজমের পানি বলে ট্যাপের পানি বিক্রি করছিলেন ব্যবসায়ী! করের বোঝা চাপিয়েও রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা এবার আলোচনায় টিউলিপের পারিবারিক বন্ধু সালমানপুত্র শায়ান গভর্নরের সঙ্গে বৈঠক ব্যয় বৃদ্ধির চাপ, ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা ► নতুন বিনিয়োগে আগ্রহ কম ► শিল্পের উৎপাদন ৩০-৪০% পর্যন্ত কমেছে : বিসিআই ► বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৭.৬৬% ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সংকটে সবাই কোথাও নেই সুখবর হতাশা কাজ করছে মানুষের মধ্যে – আবু আহমেদ অবৈধ হাসপাতাল ভয়ংকর চিকিৎসা Sheikh Hasina, 5 of her family members sued over Purbachal plots Dhaka expresses deep concern on BSF acts over border fencing

উত্তপ্ত রাজনীতি, শোডাউনে সরগরম রাজপথ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৭৩ বার দেখা হয়েছে

শোডাউনে সরগরম ছিল রাজপথ। বিএনপি ও তাদের মিত্রদের গতকাল ১০ সাংগঠনিক বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচি চলাকালে মাঠে ছিল আওয়ামী লীগ। রাজধানী ঢাকাসহ সারা দেশে অবস্থান নিয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ছিলেন সতর্ক পাহারায়। রাজধানী জুড়ে এমন অবস্থানের পাশাপাশি প্রতিটি থানায় শান্তি সমাবেশের মাধ্যমে সাংগঠনিক শক্তির শোডাউনও করে আওয়ামী লীগ। ঢাকা মহানগরীর অলিগলি দখলে রেখে সতর্ক পাহারা দেওয়া হয়। সকাল থেকে রাত পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল, শান্তি সমাবেশ, অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তৃতা, শান্তির সংহতিসহ নানা কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় ছিলেন ক্ষমতাসীন দলটির সকল ইউনিট, ওয়ার্ড, থানার নেতাকর্মীরা।

 

গতকাল বিকালে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিএনপি- জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শান্তি সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন ছাড়া কোনো সরকার উত্খাত করা যাবে না। নির্বাচনই হলো ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজেই বিএনপিকে বলব যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে নির্বাচন আসার আহ্বান জানিয়ে নানক বলেন, যারা হ্যাঁ-না ভোট করেছিল রাতের অন্ধকারে, যারা নিজেরা ভোট করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিল, বিরোধীদলকে ভোটকেন্দ্রে যেতে দেয়নি, সেই ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন। লন্ডনে বসে থাকা তারেক রহমান জাতীয়-আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের পর আপনারা তারিখ ঘোষণা করেছিলেন। ১০ ডিসেম্বরের পরে এই বাংলাদেশ চলবে খালেদা জিয়া আর তারেক রহমানের কথায়। সেই ১০ তারিখ পার হয়ে গেছে। দেশ চলছে শেখ হাসিনার নির্দেশে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ রয়েছে। শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়া চাঁন। সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সহ-দপ্তর আব্দুল আওয়াল শেখ, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজিসহ স্থানীয় নেতারা।

বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, আজকে বিএনপি শুধুমাত্র সরকার পতনের লক্ষ্য নিয়ে মাঠে নামে নাই। তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়ে মাঠে নামে নাই। তারা (বিএনপি) বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে।

ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, কোতোয়ালি, বংশাল) সংসদীয় আসনে শান্তি সমাবেশগুলোতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা আর কঠোর পরিশ্রমে আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন সহ্য করতে না পেরে একটি কুচক্রী মহল দেশের বিরুদ্ধে দেশে-বিদেশে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ডেমরার চৌরাস্তায় বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্যের প্রতিবাদে ডেমরা থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, বাংলাদেশে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ ও নৈরাজ্য কিছুতেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। প্রয়োজনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনরাত রাজপথে নিজেদের শক্তি দিয়ে কঠোরভাবে প্রতিরোধ করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com