তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন ও ক্ষমতাসীনদের বিদায়ের লক্ষ্যে রাজপথে লাগাতার আন্দোলন চালিয়ে আসা বিএনপির নজর এখন ঢাকায়। দলটির নীতিনির্ধারকদের মতে, আন্দোলন-সংগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী। তাই এবার চূড়ান্ত আন্দোলন হবে ঢাকা ঘিরেই। সে লক্ষ্যে রাজধানীতে সংগঠনকে শক্তিশালী এবং পোক্ত করতে নানামুখী উদ্যোগ নিয়েছে দলের হাইকমান্ড। তারা মনে করছেন, চলমান আন্দোলনে ঢাকা মহানগরীর নেতাদের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেননা আন্দোলনের কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলার বিষয়টি নির্ভর করছে ঢাকার আন্দোলনের ওপর।
এরই মধ্যে রাজধানীতে জোরদার আন্দোলন গড়ে তুলতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নির্দেশনায় নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। দলের নেতারা জানান, যে কোনো সময়ের চেয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এখন যথেষ্ট শক্তিশালী। তাদের ওপর ভিত্তি করেই আন্দোলনে যাওয়া যেতে পারে। তবে মহানগর বিএনপির সক্ষমতা নিয়ে আরও নিশ্চিত হতে চাচ্ছে হাইকমান্ড। চূড়ান্ত আন্দোলনের আগে আরেকটি মহড়া দিয়ে পরীক্ষা নিতে চান তারা।
এদিকে আন্দোলনের রোডম্যাপ চূড়ান্তের আগে যুগপতের শরিক দল ও জোটের সঙ্গে সিরিজ বৈঠক করছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। গতকাল বৃহস্পতিবার দলের সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকে বিভেদ ভুলে সংগঠনকে আরও মজবুত এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার নির্দেশনা দেন তিনি। বিস্তারিত