প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেলেন তামিম ইকবাল। তার সঙ্গে আছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এর আগে শুক্রবার (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসেন তামিম।
তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই মূলত প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন বলে জানা গেছে।
বেলা আড়াইটায় গণভবনে প্রবেশ করেন-সদ্য অবসর নেয়া বাংলাদেশের এই ক্রিকেটার।
এর আগে গতকাল বোর্ড মিটিং শেষে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছেন তার জন্য অপেক্ষা করবে বোর্ড।
গতকাল বৃহস্পতিবার ( ৬ জুলাই) দুপুরে হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল।