1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করার তাগিদ বিএনপি মহাসচিব: স্বাধীনতা বিরোধী শক্তি বর্তমান রাজনৈতিক চক্রান্তে লিপ্ত বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলবে না, বিকল্প দল নির্ধারণ আইসিসির দায়িত্ব বিএনপি চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডিএমডিসি শোকজ করেছে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে ১৩তম সাধারণ নির্বাচনে ভোটারের মনোনয়ন, বিএনপি ও জামায়াতের প্রেক্ষাপট বাংলাদেশ ভারতে বিশ্বকাপে খেলতে অযৌক্তিক শর্ত মানবে না: ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত দলগুলোর সঙ্গে ইসির বৈঠক আজ দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না: ডিএনসিসির নতুন নির্দেশনা আশা ভোঁসলের সংগীতজীবন ও রন্ধনসংস্কৃতির বহুমাত্রিক পথচলা

হাতীবান্ধায় ব্রীজের নিন্মমানের কাজের প্রতিবাদ করায় ইউপি সদস্যকে মারপিঠ ও হাতীবান্ধা থানায় মামলা দায়ের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২০৬ বার দেখা হয়েছে

সুমন ইসলাম বাবু, লালমনিরহাট।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নে ব্রীজের নির্মান কাজে প্রতিবাদ করায় ইউপি সদস্যকে মারপিঠ করেছে ঠিকাদারের লোকজন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইউপি সদস্য জসিম উদ্দিন বাদী হয়ে ঠিকাদারসহ অজ্ঞাত ৪/৫ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেছে। মামলা নম্বর ২০ তারিখ-২১/০২/২০১৭ইং। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ব্রীজের দু’পাশের পাইলিং দীর্ঘদিন ধরে ভেঁঙ্গে পরে থাকায় হাজার হাজার লোকজনের চলাচল বিঘœ ঘটে। কিছুদিন আগে ব্রীজের পাইলিংয়ের কাজ শুরু হয়। শুরুতে অনিয়ম হলে স্থানীয় জনতা ওয়ার্ড সদস্য জসিম উদ্দিনকে জানায়। সে মতে ওয়ার্ড সদস্য কাজের মান ভাল করার কথা বললে তাকে মারপিঠ করে হাসপাতালে পাঠায়। পরে স্থানীয় জনতা ক্ষিপ্ত হলে হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ইউপি চেয়ারম্যান জানান, ওই ব্রীজের পাইলিংয়ের কাজে দীর্ঘদিন ধরে পরে থাকা চুরি যাওয়া ৩ বান্ডিল রড উদ্ধার করে ঠিকাদারকে দেয়া হয়েছে। এছাড়া ব্রীজের পাইলিংয়ের কাজে অনিয়ম করে আসছে। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজ উল্ল্যা টাইফন বলেন, কাজের মান নিন্মমান হওয়ায় স্থানীয় জনগন উত্তেজিত হলে হাতিবান্ধা থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাতীবান্ধা থানার ওসি ইনচার্জ রেজাউল করিম যোগদানের পর থেকে বিভিন্ন অপরাধ ও অনিয়মসহ অপকর্ম অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তিনি স্থানীয় জনগনকে ব্রীজের পাইলিংয়ের কাজে বাঁধা প্রদান না করার আহবান জানালে স্থানীয়রা বাধা প্রদান করেননি। স্থানীয়রা উদ্ধতন কর্তৃপক্ষের নিকট পাইলিংয়ের কাজ সঠিক ভাবে করার দাবী জানান। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী অজয় কুমার রায়ের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া য়ায়নি। হাতিবান্ধা থানার ওসি রেজাউল করিম জানান, ইউপি সদস্যর দায়ের করা অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্ত চলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com