দ্বিতীয়বারের মত “বিজিএমইএ কাপ ফুটবল-২০১৭” টুর্নামেন্ট আগামী ০২ মার্চ বৃহঃস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে। এবারের আসরে শিরোপা জয়ের লক্ষ্যে বিজিএমইএ এর সদস্যভূক্ত মোট ১৬ টি কারখানা প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের খেলাগুলো উত্তরা ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। ০২ মার্চ থেকে শুরু হওয়া এবারের আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৪ মার্চ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে।
“বিজিএমইএ কাপ ফুটবল-২০১৭” আসরের অংশগ্রহণকারী দলসমূহ: ২০১৬ আসরের চ্যাম্পিয়ন ব্যান্দো ডিজাইন, ২০১৬ আসরের রানারআপ কম্ফিট কম্পোজিট অব ইয়োথ গ্রুপ, ইপিলিয়ন গ্রুপ, অনন্ত গ্রুপ, রেওন টেক্স গ্রুপ, নাসা গ্রুপ, মজুমদার গ্রুপ, সেতারা গ্রুপ, বেবিলন গ্রুপ, ভারসেটাইল গ্রুপ, মেহনাজ্ স্টাইল এন্ড ক্রাফট, ইন্টারস্টফ এ্যাপারেল, টর্ক ফ্যাশন্স, মাস্ক ট্রাউজারস্ এবং এ্যাপারেল ইন্ড্রাস্ট্রিজ।
“বিজিএমইএ কাপ ফুটবল-২০১৭” টুর্নামেন্টের পৃষ্ঠোপোষক প্রতিষ্ঠানসমূহ: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ, প্রাইম ব্যাংক লিঃ, জুকি, সেইলর, রাইজিং গ্রুপ, স্টারলিং স্টক এন্ড সিকিউরিটিজ লিঃ, বাফট, এ্যামেচ পাওয়ার, নিউ অটো গ্যালাক্সি, ভারটেক্স গ্রুপ, বিবিএস ক্যাবলস্, অনন্ত গ্রুপ, ম্যাম পাওয়ার, সেইলন বি¯ু‹ট লিঃ, এসি ওয়ার্ল্ড এবং কিউবি এন্ড ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল।
“বিজিএমইএ কাপ ফুটবল-২০১৭” মিডিয়া পার্টনার: দি ডেইলি স্টার এবং গাজী টেলিভিশন। “বিজিএমইএ কাপ ফুটবল-২০১৭” ইভেন্ট পার্টনার: লিও এন্টারটেইনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্ট।
উপরোক্ত বিষয়কে সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিজিএমইএ ভবনের এ্যাপারেল ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএ এর সম্মানিত সভাপতি সিদ্দিকুর রহমান সহ-সভাপতি ফাইন্যান্স মোহাম্মদ নাসির, সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু , ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের চেয়ারম্যান বেদ রিট্টিন সোয়াতা এবং লিও এন্টারটেইনমেন্ট স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুর রহমান রোহান উপস্থিত ছিলেন। এ সময় সম্মানিত সভাপতি সিদ্দিকুর রহমান টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন।