1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জন নিহত ডলারের বাজার আবার অস্থির Govt grants 10-year tax holiday for renewable energy firms Mobile surveillance used in pinpointing victims’ location: Commission গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইসির পরিকল্পনায় ডিসেম্বর ২০২৫ ভোটার তালিকায় ত্রুটি নেই দাবি ইসির সরকারের এক পক্ষ ২০২৬-এর এপ্রিলে, বিএনপিসহ সমমনারা চায় ২০২৫-এর জুনের মধ্যে ভোট জুলাই গণ-অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ২০২৫-এর মধ্যেই নির্বাচন চায় বিএনপি ও বিভিন্ন দল লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা ফের আন্দোলনে নামছে বিএনপি দ্রুত সুস্পষ্ট রোডম্যাপ দাবি, চলছে নির্বাচনি প্রস্তুতি

উদিচির লালন শাহ শাখার উদ্যোগে যশোর ট্রাজেডী দিবস পালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭
  • ৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ২০০৪ সালের ৬ মার্চ যশোরে উদিচির জাতীয় সম্মেলনে মধ্য রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় ১০জনের মধ্যে কুষ্টিয়ার রাম,রতন শাহ আলম নিহত হন । তাদের স্মরণে উদিচি লালন শাহ শাখা ও ধিয়েল খেলাঘর আসরের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয় । উদিচি লালন শাহ শাখার সাধারণ সম্পাদক ও ধিয়েল খেলাঘর আসরের সভাপতি কৃতি চিত্র শিল্পী মীর জাহিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধিয়েল খেলাঘর আসরের উপদেষ্টা, এসআরটিভি’র চেয়ারম্যান ও বিজয় নিউজ ২৪ ডটকমের সম্পাদক শামসুল আলম স্বপন । বিশেষ অতিথি ছিলেন ধিয়েল খেলাঘর আসরের সহ-সভাপতি,এসআরটিভি’র ম্যানেজিং ডাইরেক্টর ও দৈনিক সাগরখালী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রবিউল হক খান, ধিয়েল খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শিশির চট্টপাধ্যায়,উদিচি লালন শাহ শাখার সমাজ কল্যাণ সম্পাদিকা ও ধিয়েল খেলাঘর আসরের মহিলা বিষয়ক সম্পাদিকা মীর মণি।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক শামসুল আলম স্বপন বলেন জামায়াত-বিএনপির শাসনামলেই জঙ্গিবাদের উথ্থান । সে সময়ের সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলা ভাই, জঙ্গিনেতা জেএমবি’র প্রতিষ্ঠাতা সায়খ আব্দুর রহমান সারা দেশে একযোগে বোমা হামলা চালিয়েছিল । অথচ সরকার সেদিন মিডিয়াকে দোষারোপ করে বলেছিল বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। তিনি বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ নির্মূলে নিয়েছেন যুগান্তকারী পদক্ষেপ । তাই দেশের প্রতিটি নাগরিকের উচিৎ চরমপন্থী-সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূলে সরকারকে সহযোগিতা করা। তিনি যশোর ট্রাজেডির নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক রবিউল হক খান বলেন, বিএনপি – জামায়াত জোট দেশকে অকার্যকর করার জন্য ষড়যন্ত্র করেছিল । মুক্তিযুদ্ধের চেতনা বিলিন করার ষড়যন্ত্রে মেতে ছিল তারা । তাই রমনার বটমুলের অনুষ্ঠানে এবং যশোরের উদিচির সম্মেলনে বোমা হামলা চালিয়ে তারা দেশের বাঙ্গালী কৃষ্টিকালচার ধ্বংস করতে চেয়েছিল । আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার চরমপন্থী,সন্ত্রাসী ও জঙ্গিবাদ নির্মূল করে প্রমান করেছে সরকার আন্তরিক হলে দেশের মানুষকে শান্তিতে রাখা সম্ভব।
উদিচি লালন শাহ শাখার সাধারণ সম্পাদক ও ধিয়েল খেলাঘর আসরের সভাপতি কৃতি চিত্র শিল্পী মীর জাহিদ সমাপনী বক্তব্যে বলেন, ২০০৪ সালের ৬ মার্চ যশোরে উদিচির জাতীয় সম্মেলনে মধ্য রাতে সন্ত্রাসীদের বোমা হামলায় ১০জনের মধ্যে কুষ্টিয়ার রাম,রতন শাহ আলম নিহত হন। নিহত তিন জনই ছিলেন কুষ্টিয়ার কৃতি শিল্পী । তাদের মৃত্যতে কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে অনেক ক্ষতি হয়েছে। তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
উদিচি লালন শাহ শাখার সমাজ কল্যাণ সম্পাদিকা ও ধিয়েল খেলাঘর আসরের মহিলা বিষয়ক সম্পাদিকা মীর মণির প্রস্তাবে যশোর ট্রাজেডিতে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা শেষে শহীদদের স্মরণে সঙ্গীত পরিবেশন করেন ধিয়েল খেলাঘর আসরের শিল্পী ঐশ্বর্য ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com