ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের এক সপ্তাহ পার হয়েছে। এতে এখন পর্যন্ত ১৩০০ ইসরায়েলি ও ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এই সংঘাতের সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরা হল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডন। শনিবার এই দুই নেতাকে ফোন করেন বাইডেন। এ সময় চলমান সংকট নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
হামাসের হামলার যুক্তরাষ্ট্রের ২৯ নাগরিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এখনো ১৬ মার্কিন নাগরিক নিখোঁজ বলে জানিয়েছে তারা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার কাছে একটি সেনাচৌকি পরিদর্শন করেছেন। এ সময় তিনি ইসরায়েলি সেনাদের কাছে জানতে চেয়েছেন যে, ‘পরবর্তী আক্রমণের জন্য (গাজায়) তারা প্রস্তুত কি না।’
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজায় স্থল, নৌ ও আকাশ পথে অভিযান চালানোর জন্য প্রস্তুত।বিস্তারিত