1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

তাপপ্রবাহে হাঁসফাঁস জনজীবন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৬ বার দেখা হয়েছে

দেশজুড়ে কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। বৃষ্টির দেখা নেই বললেই চলে। হঠাৎ করে দু-এক জায়গায় সামান্য বৃষ্টি হলেও এর পরই আবার গরম অনুভূত হচ্ছে। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে বৃদ্ধ থেকে শিশু সব বয়সী। স্বস্তি নেই প্রাণিকুলেও। তীব্র গরমে জনজীবন এখন হাঁসফাঁস করছে। ঢাকায় গতকাল দিনে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দিনে ও রাতে তাপমাত্রার পার্থক্য না থাকায় খুব একটা স্বস্তিও মিলছে না। এরই মধ্যে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদফতর। শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি দেওয়া হয়েছে। হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতর থেকে নির্দেশনাও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, শিগগিরই এ অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং তাপপ্রবাহ আরও বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন। একে গরম তার ওপর বিদ্যুৎ ও পানির সংকটে অসুস্থ হয়ে পড়ছে বয়স্ক ও শিশুরা। জীবিকার তাগিদে ঘরের বাইরে কাজ করতে গিয়ে গরম ও অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ, ট্রাফিক পুলিশ, হকার, সিকিউরিটি গার্ড, পোশাক শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। হিটস্ট্রোকে আক্তান্ত হয়ে ঘটছে মানুষের প্রাণহানি। নিম্নআয়ের মানুষসহ পেশাজীবীরা ঘরের বাইরে এসে বিপদে পড়ছেন। অফিস ও বাসাবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার আগের চেয়ে বেড়েছে। এমনকি প্রাইভেট গাড়িগুলোতে সারাক্ষণ চলছে শীতাতপ যন্ত্র। কিন্তু যারা গণপরিবহনে চড়ছেন এবং গরমে সিলিং ফ্যানই যাদের একমাত্র ভরসা, তারা হাঁসফাঁস করছেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com