অনলাইন ডেস্ক
কলোম্বিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৯ সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ দুর্ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিকমাধ্যমে এক পোস্টে বলেন, হেলিকপ্টারটি একটি অভিযানের জন্য নতুন সৈন্যদের নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।
হেলিকপ্টারটি উত্তর বলিভার এলাকায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় বড় ধরনের অভিযান চালাচ্ছিল সামরিক বাহিনী।
প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন,গালফ ক্লানের বিরুদ্ধে অভিযানে অংশ নিতে নতুন সেনা সদস্যদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বা সামরিক বাহিনীর পক্ষ থেকে পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। ওই দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করা হয়েছে।