1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাফত মজলিশ ইসলামী আন্দোলনের সঙ্গে মিলিত হয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ জোট প্রক্রিয়া অটুট রাখতে এনসিপি আহ্বায়কের প্রত্যয় জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি সমঝোতা আজ চূড়ান্ত ঘোষণা বিএনপি পোস্টাল ব্যালটে প্রার্থী নাম সংযুক্তির প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ শনিবার অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে প্রবাসী ভোটারদের আগ্রহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা গ্যাপেক্সপো-২০২৬ শুরু, গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতে আন্তর্জাতিক অংশগ্রহণ বৃদ্ধি

দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে ২ মে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ১১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চলমান দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৫ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমান সংসদের কার্য-উপদেষ্টা কমিটির এটিই হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।

আগামীকালের অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) আবদুল হাই মৃত্যুবরণ করায় শোক প্রস্তাব উত্থাপিত হবে। পরে সংসদের রেওয়াজ অনুযায়ী এই শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি করা হবে। চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে তার সম্মানে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে গত ৩০ জানুয়ারি। প্রথম অধিবেশনের প্রথম দিন বিকেল ৩টায় জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২২টি। এ অধিবেশনে দুটি বিল পাস হয়।

s
এই বিভাগের আরো সংবাদ

© All rights reserved © 2021 deshmediabd.com