1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাফত মজলিশ ইসলামী আন্দোলনের সঙ্গে মিলিত হয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ জোট প্রক্রিয়া অটুট রাখতে এনসিপি আহ্বায়কের প্রত্যয় জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি সমঝোতা আজ চূড়ান্ত ঘোষণা বিএনপি পোস্টাল ব্যালটে প্রার্থী নাম সংযুক্তির প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ শনিবার অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে প্রবাসী ভোটারদের আগ্রহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা গ্যাপেক্সপো-২০২৬ শুরু, গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতে আন্তর্জাতিক অংশগ্রহণ বৃদ্ধি

দেশের ৮ বিভাগে হতে পারে টানা বৃষ্টি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১১১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ঢাকাসহ দেশের আট বিভাগে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

বিরাজমান তাপপ্রবাহ দেশের অনেক জায়গা হতে প্রশামিত হতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।

আগামী সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এতে করে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ

© All rights reserved © 2021 deshmediabd.com