1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
  3. jeradmin@deshmediabd.com : :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ প্রচণ্ড বাতাসের আশঙ্কা, লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ জমজমের পানি বলে ট্যাপের পানি বিক্রি করছিলেন ব্যবসায়ী! করের বোঝা চাপিয়েও রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা এবার আলোচনায় টিউলিপের পারিবারিক বন্ধু সালমানপুত্র শায়ান গভর্নরের সঙ্গে বৈঠক ব্যয় বৃদ্ধির চাপ, ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা ► নতুন বিনিয়োগে আগ্রহ কম ► শিল্পের উৎপাদন ৩০-৪০% পর্যন্ত কমেছে : বিসিআই ► বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৭.৬৬% ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সংকটে সবাই কোথাও নেই সুখবর হতাশা কাজ করছে মানুষের মধ্যে – আবু আহমেদ অবৈধ হাসপাতাল ভয়ংকর চিকিৎসা Sheikh Hasina, 5 of her family members sued over Purbachal plots Dhaka expresses deep concern on BSF acts over border fencing

অনলাইন জুয়া, হুন্ডিতে টাকা পাচার বৃদ্ধি পাচ্ছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকঢাকা

 

অনলাইন জুয়া, হুন্ডিসহ অপরাধমূলক বিভিন্ন কারণে দেশ থেকে মুদ্রা (টাকা) পাচার হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী বলেন, কিছু অসাধু চক্র অনলাইন জুয়া–বেটিং, গেমিং (অনলাইনে একধরনের জুয়া), ফরেক্স/ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং (ভার্চ্যুয়াল মুদ্রা, ইন্টারনেটের মাধ্যমে লেনদেন হয়), হুন্ডি ইত্যাদি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। এর ফলে একদিকে দেশ থেকে মুদ্রা পাচার বেড়ে যাচ্ছে , অন্যদিকে প্রচুর বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদে অনুপস্থিত ছিলেন। তাঁর পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান সংসদ সদস্যদের করা বিভিন্ন প্রশ্নের লিখিত জবাব পড়ে শোনান। পরে অর্থ প্রতিমন্ত্রী সম্পূরক প্রশ্নের সরাসরি জবাব দেন।

এম আবদুল লতিফের করা প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী বলেন, অনলাইন জুয়া–বেটিং ও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার রোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও সংশ্লিষ্ট অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। অনলাইন জুয়া–বেটিং ও হুন্ডির সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ৪৮ হাজার ৫৮৬টি ব্যক্তিগত এমএফএস (মোবাইলে আর্থিক সেবা) হিসাব স্থগিত করা হয়েছে। ৫ হাজার ৭৬৬ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হুন্ডি লেনদেনের সঙ্গে জড়িত সন্দেহে ৫ হাজার ২৯ জন এমএফএস এজেন্টের ব্যবসার অনুমোদন বাতিল করা হয়েছে। ১০ হাজার ৬৬৬টি এমএফএস এজেন্ট হিসাবের লেনদেন ‘ব্লক’ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৯৬টি ওয়েবসাইট, ১৮২টি অ্যাপ ও ১ হাজার ২টি সোশ্যাল মিডিয়া পেজ চিহ্নিত করে বিটিআরসি ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সরবরাহ করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, জুয়া–অনলাইন জুয়া–ক্যাসিনো ইত্যাদির সংজ্ঞা ও এ ধরনের অপরাধের কঠোর শাস্তির বিধান সংযোজন করে ‘দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সদস্য শাম্মী আহমেদের এক প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের তৃতীয় মেয়াদসহ মার্চ ২০২৪ পর্যন্ত কৃষকের কোনো কৃষিঋণ মওকুফ করা হয়নি। এ–সংক্রান্ত কোনো পরিকল্পনা (ঋণ মওকুফ) আপাতত নেই। ব্যাংক আমানতকারীদের থেকে সংগৃহীত অর্থ কৃষকদের মাঝে কৃষিঋণ হিসেবে বিতরণ করে থাকে। আমানতকারীদের থেকে সংগ্রহ করা অর্থ সুদসহ ফেরত দিতে হয় বিধায় ব্যাংকের পক্ষে কৃষিঋণ মওকুফ করা সম্ভব হয় না।

সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের লিখিত জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, আগামী অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর কোনো পরিকল্পনা এ মুহূর্তে সরকারের নেই।

স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল কাদের আজাদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক গত বছরের জুলাই থেকে গত ২৭ এপ্রিল পর্যন্ত স্থানীয় মুদ্রাবাজারে ৯ হাজার ১৩৯ দশমিক ৬৫ মিলিয়ন ডলার (প্রায় ৯১৪ কোটি ডলার) বিক্রি করেছে।

‘ব্যাংকের মালিকানা পরিবর্তনের বিষয়টি খুব স্পষ্ট নয়’

পরে সম্পূরক এক প্রশ্নে বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক জানতে চান, একীভূত করার (ইউসিবির সঙ্গে) সিদ্ধান্তের পর ন্যাশনাল ব্যাংকের মালিকানা পরিবর্তন কীভাবে হলো। একই সঙ্গে মালিকানা পরিবর্তনের পরে ব্যাংকটি একীভূত হবে কি না, সেটাও জানতে চান তিনি।

এর জবাবে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, ‘মাননীয় সদস্য একটি ব্যাংকের কথা বলেছেন, সেটার মালিকানা পরিবর্তন হয়েছে বলতে আমি দেখলাম, ওনাদের বোর্ড পরিবর্তন হয়েছে। নতুন বোর্ড এসেছে। নতুন বোর্ডে ব্যাংকের শুরু থেকে যাঁরা ছিলেন, তাঁদের অনেকে আছেন। মালিকানা পরিবর্তনের বিষয়টি আমার কাছে খুব স্পষ্ট নয়। আরও বিস্তারিত জেনে মাননীয় সদস্যকে জানাব।’

স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দিনের সম্পূরক এক প্রশ্নের জবাবে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, আগামী বাজেটে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ থাকছে কি না, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com