1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাফত মজলিশ ইসলামী আন্দোলনের সঙ্গে মিলিত হয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ জোট প্রক্রিয়া অটুট রাখতে এনসিপি আহ্বায়কের প্রত্যয় জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি সমঝোতা আজ চূড়ান্ত ঘোষণা বিএনপি পোস্টাল ব্যালটে প্রার্থী নাম সংযুক্তির প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ শনিবার অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে প্রবাসী ভোটারদের আগ্রহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা গ্যাপেক্সপো-২০২৬ শুরু, গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতে আন্তর্জাতিক অংশগ্রহণ বৃদ্ধি

নিখোঁজ এমপির সর্বশেষ অবস্থান ভারতের মুজাফফরাবাদ: ডিবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সর্বশেষ অবস্থান পাওয়া গেছে ভারতের বিহারের মুজাফফারাবাদ এলাকায়। এ বিষয়ে ভারতীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। এর আগে নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ডিবি কার্যলয়ে হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাত করে তাঁর বাবার নিখোঁজের বিষয়টি জানান।

তিনি ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, ‘আমার বাবা ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন, বিষয়টি আমরা ডিবিকে জানিয়েছি।’

এরপর হারুন অর রশীদ সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। গত ১২ মে দর্শনার গেদে সীমান্ত দিয়ে কলকাতায় যান। কলকাতায় গোপাল নামে পরিচিত একজনের বাসায় ওঠেন। পরদিন ১৩ মে সকালে নাস্তা করে ওই বাসা থেকে বেরিয়ে যান। সেদিন সন্ধ্যায় কলকাতায় গোপালের বাসায় ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি।’

মিয়ানমারে তো নয়, উনি ভারতে গেছেন, শিগগিরই ফিরবেন: নিখোঁজ এমপি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীমিয়ানমারে তো নয়, উনি ভারতে গেছেন, শিগগিরই ফিরবেন: নিখোঁজ এমপি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে থাকা তাঁর মেয়ে ও এপিএস এমপির সঙ্গে যোগাযোগ করতেও ব্যর্থ হন। এর মধ্যে তার মোবাইল থেকে যে বার্তা আসছে, তাতে দাবি করা হচ্ছে-তিনি দিল্লীতে আছেন, বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করছেন। এই বার্তাগুলোও তার পরিবার বিশ্বাস করছে না।’

হারুন অর রশীদ বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। ভারতীয় পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদের সহযোগিতা করছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি, সংসদ সদস্যের সর্বশেষ অবস্থান মুজাফফারাবাদ। তিনি তার ভারতীয় নম্বরটি কখনও খুলছেন, কখনও বন্দ করে রাখছেন।’

ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনারভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনার
তিনি আরও বলেন, ‘মোবাইলটি তার নিয়ন্ত্রণে আছে, না কি অন্য কেউ করছে, আমরা তা জানার চেষ্টা করছি। তিনি কোনো ব্ল্যাকমেলের শিকার হয়েছেন কি না, এসব কিছুই আমরা বোঝার চেষ্টা করছি। সবকিছুই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রতিনিয়ত ভারতীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে।’

ঝিনাইদহ-৪ আসনে তিন বারের নির্বাচিত এমপি আনোয়ারুল আজিম আনার কানের চিকিৎসার জন্য গত ১২ মে (রোববার) ভারতে যান।

s
এই বিভাগের আরো সংবাদ

© All rights reserved © 2021 deshmediabd.com