1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
খেলাফত মজলিশ ইসলামী আন্দোলনের সঙ্গে মিলিত হয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ জোট প্রক্রিয়া অটুট রাখতে এনসিপি আহ্বায়কের প্রত্যয় জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি সমঝোতা আজ চূড়ান্ত ঘোষণা বিএনপি পোস্টাল ব্যালটে প্রার্থী নাম সংযুক্তির প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ষষ্ঠ দিনের কার্যক্রম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সিইসির সঙ্গে বিএনপির বৈঠক ঢাকায় ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’ শনিবার অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুরে প্রবাসী ভোটারদের আগ্রহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন মাত্রা গ্যাপেক্সপো-২০২৬ শুরু, গার্মেন্টস অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতে আন্তর্জাতিক অংশগ্রহণ বৃদ্ধি

১৬০টিরও বেশি ভূমিকম্পে কাঁপল ইতালির নেপলস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক

 

ইতালির দক্ষিণাঞ্চলীয় নেপলসের আশপাশের এলাকায় অনেকগুলো ভূমিকম্পের পর বাড়িঘর খালি করা হয়েছে এবং অনেক স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ও রাতে ১৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

সবচেয়ে শক্তিশালী ৪.৪ মাত্রার কম্পনটি পোজুলি শহরের কাছে স্থানীয় সময় রাত ৮টার কাছাকাছি হয়। ইতালির ভূপদার্থবিদ্যা ও আগ্নেয়গিরির জাতীয় ইনস্টিটিউট আইএনজিভি বলেছে, এটি এ অঞ্চলে ৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি স্বীকার করেছেন, বাসিন্দারা ভীত হতে পারে। তবে কর্মকর্তারা নজর রাখছেন বলেও জানান তিনি।
ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয় এবং কিছু বাসিন্দা রাতের অধিকাংশ সময় রাস্তায় কাটায়। কেউ কেউ আবার অন্যত্র আত্মীয়দের কাছে চলে যায়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাসে যে নিম্নস্তরের ভূমিকম্প হয়েছে তার কারণে বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে। একটি গণমাধ্যম নেপলসের এক বাসিন্দাকে উদ্ধৃত করে বলেছে, তারা কখনো এত শক্তিশালী ভূমিকম্প অনুভব করেনি। এক ব্যক্তি ইল মাত্তিনো পত্রিকাকে বলেছেন, ‘এবার এটি জোরালো ছিল, মনে হয়েছিল এটি কখনোই শেষ হবে না।’

যদিও অবকাঠামোগত কোনো উল্লেখযোগ্য ক্ষতির খবর পাওয়া যায়নি।

তবে নেপলসের কিছু স্কুল মঙ্গলবার পরিদর্শনের জন্য বন্ধ ছিল এবং পোজুলিতে নারীদের একটি কারাগার সতর্কতা হিসেবে খালি করা হয়।
ভবিষ্যতে ‘আরো গুরুতর ভূমিকম্প হতে পারে’ বলে সতর্ক করে মেয়র মানফ্রেদি বলেছেন, কর্মকর্তাদের ‘এই জরুরি পরিস্থিতি পরিচালনা করতে হবে, যার সঙ্গে আমাদের কয়েক মাস বেঁচে থাকতে হবে’।

এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘আমি মানুষকে ভয় না করতে বলতে পারি না। কারণ এটি স্বাভাবিক। তবে আমি নেপোলিটানদের বলতে পারি, আমরা (পরিস্থিতি) মনোযোগ দিচ্ছি ও পর্যবেক্ষণ করছি।

এর আগে কখনো এই অঞ্চলটিকে এত নিবিড়ভাবে দেখা হয়নি, তাই আসুন আমরা যতটা সম্ভব স্বাভাবিকভাবে বেঁচে থাকার চেষ্টা করি।’
সূত্র : বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ

© All rights reserved © 2021 deshmediabd.com