সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সম্পদ বিবরণীর প্রকাশ এবং সময়ে সময়ে দাখিলের বিধি যথাযথভাবে বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। এ আদেশের ফলে সম্পদের হিসাব বিবরণী দাখিলে বাধ্যবাধকতা তৈরি হলো বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। গত সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এ রিট আবেদন দাখিল করেন। তিন মাসের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে আদেশে। আদালত পরবর্তী আদেশের জন্য ২২ অক্টোবর দিন রেখেছেন। শুনানিতে আদালত বলেছেন, দুর্নীতি ও অর্থ পাচার সুশাসন ও উন্নয়নের অন্তরায়। তাই যে কোনো মূল্যে দুর্নীতি-অর্থ পাচার বন্ধ করতে হবে। রুলে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের অবৈধ সম্পদ অর্জন রোধে প্রয়োজনীয় নীতিমালা, আইন ও নীতি করতে বিবাদীদের ভয়াবহ ব্যর্থতা এবং কথিত নিষ্ক্রিয়তা কেন বে-আইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী প্রকাশ ও ডিজিটাল মাধ্যমে সময়ে আপডেট করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত।বিস্তারিত