অনলাইন ডেস্ক
সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল করে জারি করা ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে দীর্ঘ ৬ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তাঁরা শাহবাগ মোড় থেকে সড়ে যায়। আজকের অবরোধ থেকে আগামী শনিবার সারা দেশে বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এছাড়া আগামীকাল শুক্রবার অনলাইন ও অফলাইনে প্রচারণা এবং আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণাও দিয়েছে আন্দোলনকারীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, ‘আজকের মতো আমরা অবরোধ তুলে নিয়েছি। তবে দাবি আদায় করে আমরা ঘরে ফিরব। আগামীকাল অনলাইন ও অফলাইনে প্রচারণা চালানো হবে। শনিবার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল হবে এবং রবিবার ছাত্রধর্মঘট চলবে।’