ডিজিটাল ডেস্ক
রাজধানীতে প্রেসক্লাবের সামনে তোপখানা রোড এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এখনো হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও অস্ত্র ঠেকিয়ে চালককে গাড়ি থামাতে বাধ্য করে। পরে বাস দুটিতে আগুন দেয় তারা।
মঙ্গলবার দিনভর কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সারাদেশে ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন চট্টগ্রামের, দুজন ঢাকার ও একজন রংপুরের।
এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বিজিবি মোতায়েন করেছে।