নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ৩/এ তে এ ঘটনা ঘটে। সড়কের ৫১ নং বাসাটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়।
হামলার সময় কার্যালয়ের ভেতরে সংবাদ সম্মেলন করছিলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে এক ঝাঁক কিশোর লাঠিসোঠা হাতে নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করে। এ সময় কার্যালয়ে বাইরে আগে থেকে অবস্থানরত ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের প্রতিহত করে।
দায়িত্বরত পুলিশ সদস্যরাও এ সময় হামলাকারীদের ওপর চড়াও হন।
জানা গেছে, হামলা করতে আসা ৪ থেকে ৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টা হামলায় আহত হয়ে ফিরে গেছেন।
ঘটনার কিছুক্ষণ পর আশপাশে থাকা দলীয় নেতাকর্মীরা কার্যালয় এলাকায় আসেন এবং সম্মিলিত মিছিল করেন। এ সময় হামলাকারীরা ধানমন্ডি ৩/এ থেকে ১৫ নং সড়কের মুখে চলে যান।