সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় আইসক্রিম ব্র্যান্ড ইগলু, বিজ্ঞাপনী সংস্থা টপ অব মাইন্ডের সাথে একটি চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী ইগলু এওআর (দ্য এজেন্সি অব রেকর্ড) হিসেবে বিজ্ঞাপন-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ও জনসংযোগ পরিচালনা করবে টপ অব মাইন্ড। ইগলু দেশব্যাপী আইসক্রিম শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানি। প্রতিষ্ঠানটি তাদের এওআর সংক্রান্ত কার্যকর সমাধান দেওয়াসহ মিডিয়া প্লানিং এবং মিডিয়া বায়িং ও বিজ্ঞাপন প্রকাশ সংক্রান্ত পরিকল্পনার দায়িত্ব পালনে টপ অব মাইন্ডকে বেছে নিয়েছে।
ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জি এম কামরুল হাসান এবং টপ অব মাইন্ডের ব প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াউদ্দিন আদিল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ অংশীদারিত্ব চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টপ অব মাইন্ড এবং ইগলু প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এ চুক্তি অনুযায়ী ইগলুর পক্ষে তাদের এওআর (দ্য এজেন্সি অব রেকর্ড) হিসেবে টপ অব মাইন্ড টিভি, প্রিন্ট, ডিজিটাল, রেডিও এবং আউট-অব-হোম প্রভৃতি মাধ্যমে কাজ করবে। এ ছাড়াও ইগলু বাংলাদেশকে এক্সক্লুসিভ স্ট্র্যাটেজিক মিডিয়া প্লানিং অ্যান্ড বায়িং সলিউশন্স সংক্রান্ত কৌশলগত পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব পালন করবে টপ অব মাইন্ড।
অনুষ্ঠানে টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াউদ্দিন আদিল বলেন, ‘‘ইগলু দেশব্যাপী সবচেয়ে স্বীকৃতি ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম। বাজারে এ ধরনের একটি সুখ্যাতিসম্পন্ন ব্র্যান্ডকে কৌশলগত পরিকল্পনা দিয়ে সহযোগিতা করতে গভীর অন্তর্দৃষ্টি এবং পরিকল্পনা থাকা জরুরি। এওআর সেবায় আমাদের এক দশকেরও বেশি সময়ের ঋদ্ধ অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের বাজারে ইগলুর ব্যবসায়কে সফলতার নতুন দিগন্তে পৌঁছাতে কৌশলগত সহায়তা প্রদান করতে সক্ষম হব বলে আশা করছি।’’