ইসলামী আন্দোলন বাংলাদেশ সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে এক মিছিল পূর্ব সমাবেশে পাঁচ দফা দাবি জানায়। দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ নেতৃত্ত্বে আয়োজিত এই সমাবেশে আগামী নভেম্বর মাসের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য গণভোট আয়োজন এবং পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে জাতীয় নির্বাচন করার কথা বলা হয়।
অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ বলেন, “পুরোনো বন্দোবস্তের নির্বাচন পদ্ধতিতে দেশে ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে জনতা তা প্রতিহত করবে। গত জুলাইয়ের রক্তপাতের পর আর কোনও দমনে বা শোষণে অনুমতি দেওয়া হবে না। তাই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং নির্বাচনের আগে গণভোট আয়োজন বাধ্যতামূলক।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে লেভেল প্লেয়িং ফিল্ড (সমান প্রতিযোগিতার সুযোগ) নেই। সরকারকে সদিচ্ছার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করার নিশ্চয়তা দিতে হবে। এত রক্তদানের বিনিময়ে অর্জিত জুলাই সনদের আইনি স্বীকৃতি নিশ্চিত করার বাধা কোথায়?”
সমাবেশে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সভাপতিত্ব করেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
গত জুলাই মাসে দেশের রাজনৈতিক অস্থিরতায় একটি জাতীয় সনদ ঘোষিত হয়, যা রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের দাবি তুলে ধরে। সনদের কার্যকরী বাস্তবায়ন এবং এর উপর গণভোট আয়োজন নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং নির্বাচনের জন্য নিরপেক্ষ ও স্বচ্ছ পদ্ধতির দাবি জানিয়ে আসছে।