খেলাধুলা ডেস্ক:
আজ বুধবার ক্রিকেটপ্রেমীদের জন্য অপেক্ষা করছে নানা রোমাঞ্চ। দিনভর মাঠে গড়াবে একাধিক আন্তর্জাতিক ম্যাচ, যার মধ্যে রয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি, ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচ এবং নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল। পাশাপাশি টেনিস ও ফুটবলেও গুরুত্বপূর্ণ লড়াই রয়েছে দিনের সূচিতে।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি স্পোর্টস। সিরিজে সমতা ফেরাতে আজ জয় চাই স্বাগতিকদের।
এছাড়া সকালে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। সনি স্পোর্টস টেন ১ ও টেন ক্রিকেটে সরাসরি দেখা যাবে ম্যাচটি। সিরিজে এগিয়ে যেতে দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে।
দুপুরে শুরু হবে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হতে যাওয়া এ লড়াইটি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ২। ঘরের মাঠে সিরিজের শুরুটা জয়ে রাঙাতে চায় ভারতীয় দল।
নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বিকেল ৩টা ৩০ মিনিটে, সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলের মধ্যে হবে কঠিন প্রতিদ্বন্দ্বিতা।
দিনের শেষে টেনিসপ্রেমীদের নজর থাকবে প্যারিস মাস্টার্সে। রাত ৯টায় শুরু হবে দিনের প্রধান ম্যাচগুলো, যা সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ৫।
অন্যদিকে ফুটবলে রাত ৯টা ৩০ মিনিটে মাঠে নামবে স্পেন ও ফ্রান্সের অনূর্ধ্ব–১৭ নারী দল। ফিফা অনূর্ধ্ব–১৭ নারী বিশ্বকাপের এই ম্যাচটি সরাসরি দেখা যাবে ফিফা+ টিভিতে।
এভাবে ক্রিকেট, ফুটবল ও টেনিসে ভরপুর এক ব্যস্ত দিন কাটাবে বিশ্ব ক্রীড়াঙ্গন, যেখানে প্রতিটি ম্যাচের ফল নির্ধারণ করবে নতুন গল্প ও পরবর্তী লড়াইয়ের দিকনির্দেশনা।