1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অতীত সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করেছিল :সালাহউদ্দিন আহমদ সেতুর নাম পরিবর্তনকে কেন্দ্র করে উদ্বোধনী অনুষ্ঠানে হামলা, পণ্ড হলো আয়োজন ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে ৯১৬ জনের মৃত্যু, ২৭৪ জন নিখোঁজ গোয়ার বাগা বিচে নাইটক্লাবের অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু, তদন্ত শুরু সহকারী শিক্ষকদের আন্দোলনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় লাহোর শীর্ষে, ঢাকার অবস্থান তৃতীয় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় সরকারের সহযোগিতা অব্যাহত জুলাই–আগস্ট আন্দোলন: কুষ্টিয়ায় ছয় হত্যাসহ আট অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সাক্ষ্যগ্রহণ আজ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে প্রস্তুত বিএনপি: মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষা ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: মন্তব্য ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর

প্রথমবার লাল বলের এনসিএলে চট্টগ্রাম দলে রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার দেখা হয়েছে

সিলেটে অনুষ্ঠিত এনসিএল টি-টোয়েন্টি আসর শেষ হয়েছে আগেভাগেই। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্ট শেষ হতেই এবার ৮টি দল নিয়ে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) লাল বলের আসর। এই আসরেই প্রথমবারের মতো ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের স্পিনার মোহাম্মদ রুবেল।

২৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল। প্রথম রাউন্ড শেষেই চট্টগ্রাম বিভাগের দলে পরিবর্তন আনা হয়, যেখানে জায়গা পান ২৯ বছর বয়সী এই স্পিনার। দ্বিতীয় বিভাগের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে প্রথমবারের মতো দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলার সুযোগ।

রুবেল বলেন, “প্রথমবার ডাক পেয়ে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস ছিল ভালো করলে সুযোগ আসবেই। বাকিটা আল্লাহ ভরসা।” প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগে দীর্ঘদিন ধরে খেলে নিজের জায়গা তৈরি করেছেন এই ক্রিকেটার। প্রায় এক দশক ধরে খেলছেন ঘরোয়া পর্যায়ে।

২০২৩–২৪ মৌসুমে দ্বিতীয় বিভাগে মিরপুর বয়েজের হয়ে ১৫ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছিলেন রুবেল, যা ছিল সেই মৌসুমের সর্বোচ্চ উইকেট সংখ্যা। এই পারফরম্যান্সেই নজরে আসেন নির্বাচকদের। চলতি বছরের প্রথম বিভাগ ক্রিকেটেও দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি—গাজী টায়ার্সের হয়ে ১৫ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেন ধারাবাহিক বোলার হিসেবে।

এরপর এনসিএল টি-টোয়েন্টি সংস্করণে প্রথমবার সুযোগ পেয়ে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলেন রুবেল। সেখানে ৮ ম্যাচে ১০ উইকেট নিয়ে ছিলেন আসরের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি। ধারাবাহিক এই সাফল্যের ফলেই মিলেছে লাল বলের এনসিএলে ডাক।

চট্টগ্রাম দলে রুবেলের অন্তর্ভুক্তি দলটির স্পিন আক্রমণে নতুন সম্ভাবনা যোগ করেছে। ঘরোয়া পর্যায়ে দীর্ঘ সময়ের পরিশ্রম ও পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এনসিএলে তার এই সুযোগকে ক্রিকেট বিশ্লেষকরা ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখছেন। এখন নজর থাকবে, রুবেল কেমনভাবে নিজেকে প্রমাণ করেন দেশের শীর্ষস্থানীয় এই ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com