বিনোদন ডেস্ক
জনপ্রিয় কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণব দীর্ঘ বিরতির পর নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর মুক্তি পাচ্ছে তার নতুন মৌলিক অ্যালবাম ‘ভাল্লাগেনা’। অ্যালবামটি প্রকাশ করছে ‘আধখানা মিউজিক’।
প্রায় এক দশক পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন অর্ণব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় তিনি জানিয়েছেন, ‘ভাল্লাগেনা’ অ্যালবামটিতে থাকছে মোট আটটি মৌলিক গান। এর মধ্যে কয়েকটি গান রচিত হয়েছে খ্যাতিমান কবিদের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে, আর বাকি গানগুলোর কথা লিখেছেন অর্ণব ও তার ঘনিষ্ঠ বন্ধুরা।
অ্যালবামের প্রতিটি গানের সুর ও সংগীত পরিচালনার দায়িত্ব পালন করেছেন অর্ণব নিজেই। তার সৃষ্টির বৈশিষ্ট্য হিসেবে এবারও শ্রোতারা পাচ্ছেন সূক্ষ্ম সুর, গীতির গভীরতা ও সংগীতায়োজনে ব্যতিক্রমী আবেদন।
দীর্ঘদিন পর অ্যালবাম প্রকাশের বিষয়ে অর্ণব জানিয়েছেন, “প্রায় ১০ বছর পর অ্যালবাম প্রকাশ করছি। এ কাজটি নিয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত।”
অর্ণবের গানে আধুনিকতা ও শাস্ত্রীয় ঘরানার সংমিশ্রণ সবসময়ই শ্রোতাদের কাছে ভিন্নমাত্রার অনুভূতি তৈরি করে। তার জনপ্রিয়তা মূলত মৌলিক গানের পাশাপাশি পুরোনো গানকে নতুনভাবে উপস্থাপনের দক্ষতায় গড়ে উঠেছে।
‘ভাল্লাগেনা’ অ্যালবাম প্রকাশের খবরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই অ্যালবামটির মাধ্যমে অর্ণবের সংগীতে নতুন অধ্যায়ের সূচনা দেখতে পাচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘ বিরতির পর নতুন সৃষ্টির এই প্রত্যাবর্তন অর্ণবের ভক্তদের জন্য নিঃসন্দেহে বড় এক প্রাপ্তি হয়ে উঠবে বলে ধারণা করছেন সংগীতবিশ্লেষকরা।