1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাসের ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত তাসকিনের আইএল টি–টোয়েন্টিতে অংশগ্রহণের প্রস্তুতি, সামনে বিপিএল ও টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে পরিকল্পনা রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির রহস্যজনক হত্যা ঢাকায় বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভে যানজট ২০২৬ বিশ্বকাপের ড্র ও সূচি ঘোষণায় ট্রফি স্পর্শবিষয়ক বিভ্রান্তি নিয়ে ব্যাখ্যা ফিফার বার্সেলোনার গোলবন্যায় রিয়াল বেটিস পরাস্ত ভারত–রাশিয়া ঘনিষ্ঠতা বাড়ছে যুক্তরাষ্ট্রের নীতিগত অস্থিরতার কারণে: পেন্টাগনের সাবেক কর্মকর্তা নূর সিনেমা ওটিটিতে মুক্তির আগে আলোচনায় শুভ–ঐশীর অভিনয় নিকাহ রেজিস্ট্রার নিয়োগে কওমি সনদের অন্তর্ভুক্তি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে রায়েরবাজারে মরদেহ উত্তোলন শুরু

সাহস ও মানবিকতার মিশেলে কিংবদন্তি ধর্মেন্দ্র: প্রকাশ্যে এল অজানা কিছু ঘট

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৫ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও ‘অ্যাকশন কিং’ খ্যাত ধর্মেন্দ্রর অনস্ক্রিন বীরত্ব যেমন দর্শকের মন জয় করেছে, তেমনি বাস্তব জীবনেও তাঁর সাহসিকতা ও মানবিক আচরণের নানা দৃষ্টান্ত রয়েছে। সম্প্রতি পরিচালক সত্যজিৎ পুরী এক সাক্ষাৎকারে ধর্মেন্দ্রর জীবনের এমন কিছু অজানা ঘটনার বর্ণনা দিয়েছেন, যা অভিনেতার ব্যক্তিত্বের ভিন্ন দিক তুলে ধরেছে।

সত্যজিৎ পুরী জানান, এক সময় আন্ডারওয়ার্ল্ডের প্রভাব বলিউডে গভীরভাবে বিস্তৃত ছিল। সে সময় বেশিরভাগ অভিনেতা ভয় পেতেন, কিন্তু ধর্মেন্দ্র এবং তাঁর পরিবার কখনোই ভীত হননি। পরিচালক বলেন, একবার আন্ডারওয়ার্ল্ডের কয়েকজন ধর্মেন্দ্রর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি নির্ভীকভাবে জবাব দেন, ‘তোমাদের সঙ্গে ১০ জন লোক আছে, কিন্তু আমার পাশে সেনাবাহিনী আছে। আমি একজনকে ডাকলে ট্রাক বোঝাই মানুষ লড়াই করতে আসবে। তাই আমার সঙ্গে ঝামেলা করো না।’

পরিচালকের ভাষ্য অনুযায়ী, একবার ধর্মেন্দ্র ছুরির আঘাতে আহত হয়েছিলেন। কিন্তু তিনি দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং সেটে উপস্থিত সবাইকে শান্ত রাখেন। সত্যজিৎ বলেন, “আজকের দিনে যেখানে অনেক অভিনেতা ছয়-সাতজন দেহরক্ষী নিয়ে চলাফেরা করেন, সেখানে ধর্মেন্দ্র বা বিনোদ খান্নার মতো শিল্পীরা স্বাধীনভাবে যাতায়াত করতেন।”

ধর্মেন্দ্রর সাহসিকতার পাশাপাশি তাঁর মানবিক দিকটিও সমানভাবে প্রশংসিত। সত্যজিৎ পুরী জানান, ‘গুলামি’ ছবির সেটে কাজ করার সময় এক শুটিংয়ে ধর্মেন্দ্র এক ঘোড়াকে আঘাতের হাত থেকে বাঁচাতে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছিলেন। মার্বেল সিঁড়ি বেয়ে ঘোড়াটিকে প্রাসাদে উঠতে হয় সেই দৃশ্যে। ঘোড়াটি সিঁড়িতে প্রস্রাব করায় স্থানটি পিচ্ছিল হয়ে পড়ে। ঝুঁকি সত্ত্বেও ধর্মেন্দ্র নিজেই ঘোড়াটিকে চালান। ফলে ঘোড়া পিছলে গেলে তিনিও আঘাতপ্রাপ্ত হন। তবুও তিনি ঘোড়াটিকে সামলে দৃশ্যটি সম্পন্ন করেন।

ঘটনার পর আহত ঘোড়ার প্রতি গভীর মমতা দেখান অভিনেতা। ঘোড়ার মালিককে ক্ষতিপূরণ হিসেবে ২০০ টাকা দেন তিনি, যা তাঁর সহানুভূতি ও দায়িত্ববোধের নিদর্শন।

পরিচালক সত্যজিৎ পুরীর মতে, ধর্মেন্দ্র, তাঁর দুই পুত্র সানি ও ববি দেওল—তিনজনই সাহস, পরিশ্রম এবং সততার মিশ্রণ। ধর্মেন্দ্রর জীবনের এসব ঘটনা প্রমাণ করে, চলচ্চিত্রের বাইরে বাস্তব জীবনেও তিনি ছিলেন একজন দৃঢ়, সহৃদয় ও মানবিক মানুষ।

এই সাক্ষাৎকার প্রকাশের পর বলিউডে পুনরায় আলোচনায় আসে ধর্মেন্দ্রর কিংবদন্তি ব্যক্তিত্ব—যিনি শুধু পর্দার নায়ক নন, বাস্তব জীবনেও এক অনন্য উদাহরণ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com