প্রযুক্তি ডেস্ক
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ফিচার ‘ঘোস্ট পোস্ট’। এই ফিচার ব্যবহার করে কোনো পোস্ট ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ফলে ব্যবহারকারীরা চাইলে অস্থায়ীভাবে নিজেদের ভাবনা, মন্তব্য বা অনুভূতি শেয়ার করতে পারবেন, যা একদিন পর নিজে থেকেই আর্কাইভে চলে যাবে।
থ্রেডস জানিয়েছে, ‘ঘোস্ট পোস্ট’ ফিচারের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের মধ্যে নির্ভয়ে মত প্রকাশের সংস্কৃতি গড়ে তোলা। অনেকেই সামাজিক মাধ্যমে স্থায়ীভাবে পোস্ট করতে সংকোচ বোধ করেন; তাদের জন্য এই ফিচার এক ধরনের স্বস্তি দেবে।
নতুন এই ফিচার ব্যবহারের জন্য পোস্ট দেওয়ার সময় ‘ঘোস্ট’ আইকনটি অন করতে হবে। এতে করে পোস্টটি ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তবে পোস্টে যেসব ব্যবহারকারী লাইক বা রিপ্লাই করবেন, সেই তথ্য কেবল পোস্টদাতা নিজেই দেখতে পারবেন।
থ্রেডস আরও জানিয়েছে, ঘোস্ট পোস্টে করা রিপ্লাইগুলো সরাসরি ব্যবহারকারীর ইনবক্সে পৌঁছাবে। এতে করে ব্যবহারকারীরা ব্যক্তিগতভাবে আলোচনায় অংশ নিতে পারবেন, যা সাধারণ পোস্টের তুলনায় আরও নিয়ন্ত্রিত যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।
এর আগে থ্রেডস ১০ হাজার অক্ষরের টেক্সট অ্যাটাচমেন্ট ফিচার চালু করেছে, যা ব্যবহারকারীদের দীর্ঘ লেখালেখি, বিশ্লেষণ কিংবা নিবন্ধ প্রকাশে সহায়তা করছে। একই সঙ্গে ‘স্পয়লার হাইড’ ফিচারের মাধ্যমে পোস্টে থাকা টেক্সট বা মিডিয়া কনটেন্ট আড়াল রাখার সুবিধাও যুক্ত করা হয়েছে।
মেটা কর্তৃপক্ষ জানায়, থ্রেডসকে আরও সহজ, আকর্ষণীয় এবং কথোপকথনমুখী করে তুলতে ধারাবাহিকভাবে নতুন ফিচার যুক্ত করা হচ্ছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা আরামদায়কভাবে চিন্তা, মতামত ও আলোচনা ভাগাভাগি করতে পারবেন।
বিশ্লেষকদের মতে, থ্রেডসের এই নতুন ফিচারটি টুইটার (এক্স) বা ইনস্টাগ্রামের স্টোরি ফিচারের সঙ্গে তুলনীয়, তবে এখানে মূল ফোকাস দেওয়া হয়েছে টেক্সটভিত্তিক অভিব্যক্তিতে। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাময়িক প্রকাশভঙ্গির একটি নতুন ধারা গড়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।