খেলাধুলা ডেস্ক
৪০ বছর পেরিয়ে গেলেও মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর নিবেদন ও পেশাদারিত্বে কোনো ঘাটতি নেই। এখনও নিয়মিত বিরতিতে বিভিন্ন রেকর্ডে নাম তোলেন আল নাসরের এই পর্তুগিজ তারকা। তবে ইউরোপীয় ক্লাব ছাড়ার পর সৌদি আরবে তার শিরোপা খরা কাটছে না। সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১৩টি টুর্নামেন্ট খেললেও কোনো শিরোপা জেতা হয়নি রোনালদোর।
সর্বশেষ বুধবার (২৮ অক্টোবর) সৌদি কিং কাপের শেষ ষোলোয় আল ইত্তিহাদের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় আল নাসর। ফলে আল নাসরের জার্সিতে ১৩তম বার শিরোপার স্বপ্নভঙ্গ হলো রোনালদোর। ম্যাচটি অনুষ্ঠিত হয় রিয়াদের আল আওয়াল পার্কে।
ম্যাচের শুরুতেই রোনালদোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ করিম বেনজেমার গোলে লিড নেয় আল ইত্তিহাদ। প্রথমার্ধের শেষ দিকে আল নাসরের হয়ে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল সমতা ফেরান। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হুসেম আওয়ারের গোলে আবারও পিছিয়ে পড়ে রোনালদোর দল। এরপর ম্যাচের ৪৯ মিনিটে ইত্তিহাদের আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে দলটি ১০ জনে নেমে আসে। তবুও সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে ব্যর্থ হয় আল নাসর।
পুরো ম্যাচে রোনালদো পাঁচটি শট নিলেও কেবল একটি পোস্টে রাখতে পেরেছেন। ম্যাচের এক পর্যায়ে ফ্রি-কিক থেকে গোলের সুযোগও পেয়েছিলেন, কিন্তু তা প্রতিপক্ষের মানব দেয়ালে আটকে যায়। এর ফলে ২-১ ব্যবধানের এই হার শুধু ম্যাচ হার নয়, বরং আল নাসরের হয়ে তার প্রথম শিরোপার অপেক্ষা আরও দীর্ঘ হলো।
২০২৩ সালের শুরুতে ফুটবলবিশ্বকে চমকে দিয়ে আল নাসরে যোগ দেন রোনালদো। তার আগে রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সাফল্যমণ্ডিত ক্যারিয়ার কাটান তিনি। রোনালদোর সৌদি আরবে যোগদানের পর দেশটির ফুটবলে বাড়ে তারকাখ্যাতি—নেইমার, বেনজেমা, মানের মতো খেলোয়াড়রাও পরবর্তীতে সৌদি ক্লাবে নাম লেখান। তবে তাদের উপস্থিতিতেও আল নাসর এখনও বড় কোনো শিরোপা জিততে পারেনি।
আল নাসর এতদিনে তিনটি সৌদি লিগ, চারটি কিং কাপ, চারটি সুপার কাপ ও দুটি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ থেকে খালি হাতে ফিরেছে। যদিও ক্লাবটি ২০২৩ সালে আরব ক্লাব কাপ জিতেছিল, তবে সেটি ফিফা স্বীকৃত নয়।
চলতি মৌসুমে অবশ্য শিরোপার আশা এখনও বেঁচে আছে আল নাসরের সামনে। সৌদি প্রো লিগে তারা এখন পর্যন্ত ছয় ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে এবং শীর্ষস্থান ধরে রেখেছে। পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ এর গ্রুপ পর্বেও অপরাজিত রয়েছে দলটি। রোনালদোর গোলের ধারাও চলছে নিয়মিত। সব মিলিয়ে শিরোপা খরা কাটানোর সম্ভাবনা এখনও টিকে আছে, তবে তাতে সময় লাগবে রোনালদোর জন্য আরও কিছুটা অপেক্ষা।