বিনোদন ডেস্ক
বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোতে প্রতি বছর ৩১ অক্টোবর নানা ধরনের আয়োজনের মাধ্যমে উৎসবটি উদযাপিত হয়। উৎসবে অংশগ্রহণকারীরা ভূতের সাজ, মুখোশ বা কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় বেরিয়ে আনন্দ উদযাপন করেন। এবার এই উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র তারকরাও।
ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর অস্ট্রেলিয়ায় অবস্থানকালে ছেলেকে সঙ্গে নিয়ে হ্যালোইন উদযাপন করেছেন। তিনি ভূতের সাজে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে প্রকাশ করেন। ছবিগুলোতে নায়িকা এবং তার ছেলে বিভিন্ন ভূতের সাজে উৎসবের মুহূর্তকে ধারণ করেছেন। শাবনূর তার পোস্টে উল্লেখ করেছেন, এটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে করা এবং তিনি নিজেকে এক ধরনের ‘কুল মা’ হিসেবে উপস্থাপন করেছেন।
এদিকে, ঢালিউডের আরেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস লন্ডনে অবস্থানকালে হ্যালোইন পার্টিতে অংশ নিয়েছেন। তিনি এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে পার্টিতে যোগ দেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, অপু বিশ্বাস এবং তার সঙ্গে থাকা অন্য অতিথি কালো পোশাক ও মুখোশ পরে পোজ দিয়েছেন। ফ্যাশন ডিজাইনার ছবিগুলো প্রকাশ করে লিখেছেন, ‘আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।’
হ্যালোইন উৎসব প্রতি বছর পশ্চিমা বিশ্বে মৃতদের স্মরণে পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ৩১ অক্টোবর রাতে মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে। বাংলাদেশের চলচ্চিত্র তারকারাও এ উৎসবকে পারিবারিক ও বিনোদনমূলক আঙ্গিকে উদযাপন করছেন।
শব্দসংখ্যা: ২৬০