বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা আবারও আলোচনায় এসেছেন নতুন প্রেমের গুঞ্জনে। দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কও ভেঙে গেছে সম্প্রতি। এর মধ্যেই নতুন করে একজন ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত জনপ্রিয় গায়ক এনরিক ইগলেসিয়াসের এক কনসার্টে মালাইকা অরোরাকে দেখা যায় এক যুবকের সঙ্গে। উপস্থিত গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়া সেই মুহূর্তগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ছবিতে দুজনকে একই রঙের পোশাকে কনসার্ট উপভোগ করতে দেখা যায়, যা থেকে নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে বলিউড অঙ্গনে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মালাইকার ঘনিষ্ঠ ওই ব্যক্তি হিরে ব্যবসায়ী হর্ষ মেহেতা। বয়সে মালাইকার চেয়ে তিনি প্রায় উনিশ বছর ছোট। প্রতিবেদনে আরও বলা হয়, অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়তে শুরু করার পর গত বছর থেকেই মালাইকা ও হর্ষের বন্ধুত্ব গড়ে ওঠে। সাম্প্রতিক মাসগুলোতে দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে, যা এই সম্পর্কের খবরকে আরও জোরদার করেছে।
শিল্প ও বিনোদন জগতে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, হর্ষ মেহেতা মুম্বাইয়ের একজন তরুণ ব্যবসায়ী, যিনি হিরে ও বিলাসবহুল পণ্যের বাণিজ্যে জড়িত। তিনি বিভিন্ন সামাজিক আয়োজনে নিয়মিত উপস্থিত থাকেন এবং বলিউডের কয়েকজন তারকার সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
গত বছরের জুলাই মাসে স্পেনে ছুটি কাটানোর সময় মালাইকার সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক ছবিতে হর্ষকে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ওই সময় তারা একে অপরের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। এখনও পর্যন্ত মালাইকা অরোরা বা হর্ষ মেহেতা— কেউই তাদের সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
মালাইকা অরোরা ১৯৯৮ সালে অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ দুই দশকের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। প্রায় ছয় বছর পর সেই সম্পর্কও শেষ হয় বলে ভারতীয় গণমাধ্যমে জানা গেছে।
বিনোদন বিশ্লেষকদের মতে, মালাইকা অরোরা বলিউডে এমন একজন তারকা যিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা ভাবমূর্তি গড়ে তুলেছেন। তাই তার নতুন সম্পর্কের খবর নিয়ে ভক্তদের আগ্রহ স্বাভাবিক হলেও, অভিনেত্রী এখন পর্যন্ত এ বিষয়ে নীরবতা বজায় রেখেছেন।