আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাজ্যের ক্যাম্ব্রিজশায়ারে একটি যাত্রীবাহী ট্রেনে ভয়াবহ ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে ৯ জন গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ারের ডঙ্কস্টার থেকে লন্ডনের কিংসক্রসের উদ্দেশে ট্রেনটি রওনা দেয়। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পরে হান্টিংডন স্টেশনের কাছে এই হামলা সংঘটিত হয়।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছে পৌঁছালো, তখন একজন যাত্রী টলতে টলতে কামরায় ঢুকে বলেছিলেন, “তাদের কাছে ছুরি আছে। আমাকে ছুরি মেরেছে তারা।” এরপর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা যায় আরও ৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
হান্টিংডন স্টেশনে ট্রেন থামার সঙ্গে সঙ্গে পরিবহন পুলিশের দল তল্লাশি চালিয়ে হামলার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তারা বর্তমানে কারা হেফাজতে আছেন।
ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ঘটনার প্রতি ‘বাকরুদ্ধকর’ মন্তব্য করেছেন। তিনি বলেন, “হামলায় আহতদের পাশে আছি। জরুরি পরিষেবা কর্মীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে পুলিশ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানাচ্ছি।”
সূত্র: বিবিসি, এএফপি