বিনোদন ডেস্ক
বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন অ্যাকশন সিনেমা ‘কিং’–এর টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রূপালী চুল, বন্দুক হাতে দৃঢ় চেহারায় হাজির শাহরুখের নতুন লুক দেখে ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি পোশাক নিয়ে তৈরি হয়েছে বিতর্কও।
টিজার প্রকাশের পরপরই অনেক দর্শক লক্ষ্য করেন, শাহরুখের গায়ে থাকা নীল শার্টের ওপর বাদামী জ্যাকেট–এর পোশাকটি হলিউড অভিনেতা ব্র্যাড পিটের আসন্ন সিনেমা ‘এফ ওয়ান’–এর একটি দৃশ্যের সঙ্গে হুবহু মিলে গেছে। এর পরই ইন্টারনেটে শুরু হয় তুলনা, সমালোচনা ও বিতর্ক।
বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই অভিযোগ তোলেন, শাহরুখের কস্টিউম ব্র্যাড পিটের পোশাক অনুকরণে তৈরি। কেউ কেউ বলছেন, “বলিউডে নকলবাজির পুরোনো অভ্যাস আবারও দেখা গেল।” অন্যরা মন্তব্য করেছেন, শাহরুখের কস্টিউম ডিজাইনার হয়তো ব্র্যাড পিটের নতুন ছবির লুক দেখে একই ধরনের পোশাক বানিয়েছেন।
তবে শাহরুখের ভক্তরা দ্রুত পাল্টা প্রতিক্রিয়া জানান। তারা পুরোনো চলচ্চিত্রের ছবি ও দৃশ্য সামনে এনে দাবি করেন, শাহরুখ খান এর আগেও এমন পোশাক পরেছেন। সামাজিক মাধ্যমে অনেকেই স্মরণ করিয়ে দেন, ২০১৭ সালের ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবিতেও অভিনেতাকে একই রকম বাদামী জ্যাকেট পরতে দেখা গিয়েছিল।
একজন ভক্ত লেখেন, “শাহরুখ তো এই স্টাইল অনেক আগেই করেছেন। তাহলে উল্টোভাবে বলা যায় না যে, ব্র্যাড পিটই তার স্টাইল অনুসরণ করেছেন?”—এই মন্তব্য ঘিরেও সামাজিক মাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক।
এ ঘটনায় দুই তারকার ভক্তগোষ্ঠীর মধ্যে এখনো চলছে তর্ক-বিতর্ক। কেউ বলছেন, পোশাকের মিল সম্পূর্ণ কাকতালীয়; আবার অনেকে মনে করছেন, আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড থেকে প্রভাবিত হয়ে উভয়ের পোশাকের নকশা এক হতে পারে।
এ পর্যন্ত শাহরুখ খান বা তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কিংবা ব্র্যাড পিটের টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, শাহরুখ খানের ‘কিং’ পরিচালনা করছেন সুজয় ঘোষ, যেখানে অভিনেতা অভিনয় করছেন এক অভিজ্ঞ গুপ্তচরের ভূমিকায়। অন্যদিকে, ব্র্যাড পিট অভিনীত ‘এফ ওয়ান’ সিনেমাটি নির্মিত হচ্ছে ফর্মুলা ওয়ান রেসিংকে ঘিরে। দুই চলচ্চিত্রই আগামী বছর মুক্তির অপেক্ষায় রয়েছে।
সিনেমা দুটির গল্প বা প্রেক্ষাপটের মধ্যে কোনো সাদৃশ্য না থাকলেও একটি জ্যাকেটকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা ছড়িয়ে পড়েছে, তা বলিউড ও হলিউডের দুই তারকার ভক্তদের প্রতিদ্বন্দ্বিতা নতুন মাত্রা দিয়েছে। এখন দেখার বিষয়, কে আগে পর্দায় হাজির হন—‘কিং’ না ‘এফ ওয়ান’, আর সেই সঙ্গে মিটে যায় কি না এই কস্টিউম বিতর্ক।