খেলাধুলা ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। আজ (রবিবার) এনএসসির পাঠানো চিঠিতে রুবাবাকে বিসিবির কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের পর এনএসসি মনোনীত দুই পরিচালকের একজন ছিলেন এম ইসফাক আহসান। তবে তার মনোনয়ন ঘিরে সেদিনই বিতর্কের সৃষ্টি হয়। একই রাতে এনএসসি জানায়, ইসফাক আহসানকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজ এনএসসি চিঠিতে উল্লেখ করেছে, ইসফাক আহসান পদত্যাগ করেছেন।
এনএসসি পরিচালক (ক্রীড়া) মো. আমিনুল এহসানের স্বাক্ষরিত দুই পৃথক চিঠিতে রুবাবা দৌলাকে একই সঙ্গে বিসিবির কাউন্সিলর ও পরিচালক হিসেবে মনোনয়ন দেওয়া হয়। সাধারণত কাউন্সিলর অনুমোদনের পর বোর্ড সভায় পরিচালক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে আজ বোর্ড সভা উপলক্ষে এনএসসি একই দিনে উভয় পদে মনোনয়ন প্রদান করেছে।
বোর্ড সভায় কাউন্সিলর পদ অনুমোদিত হলে রুবাবা দৌলা আজকের সভাতেই পরিচালক হিসেবে যোগ দিতে পারবেন। এর মাধ্যমে তিনি বিসিবির ২৪ সদস্যের পরিচালনা পর্ষদে নতুন সদস্য হিসেবে যুক্ত হবেন।
রুবাবা দৌলা বর্তমানে ওরাকল বাংলাদেশের পাশাপাশি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। টেলিযোগাযোগ খাতে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রুবাবা পূর্বে গ্রামীণফোন ও এয়ারটেল বাংলাদেশের মতো প্রতিষ্ঠানেও শীর্ষ নির্বাহী পদে কর্মরত ছিলেন।
ক্রীড়া সংগঠনে তার সক্রিয় ভূমিকা দীর্ঘদিনের। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও কাজ করছেন।
বিসিবির পরিচালনা পর্ষদে এনএসসি মনোনীত দুই সদস্যের একজন হিসেবে রুবাবা দৌলার অন্তর্ভুক্তি দেশের ক্রীড়া প্রশাসনে নারীর নেতৃত্বের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে দেখা হচ্ছে। বিসিবিতে অতীতে খুব কমসংখ্যক নারী নেতৃত্বে ছিলেন। রুবাবার মতো অভিজ্ঞ করপোরেট ও ক্রীড়া প্রশাসকের যোগদান বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ ও নারী ক্রীড়া উন্নয়ন কার্যক্রমে নতুন দৃষ্টিভঙ্গি আনবে বলে ক্রীড়া অঙ্গনের অনেকেই আশা করছেন।