খেলাধুলা ডেস্ক
ইউরোপীয় ফুটবলে ট্রেবল জয়ী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-এর আধিপত্য এবার ফিফপ্রো পুরুষদের বর্ষসেরা একাদশেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। সোমবার প্রকাশিত তালিকায় ক্লাবটির পাঁচজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে ইতিহাস গড়েছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল—মাত্র ১৮ বছর বয়সে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি এই সম্মানজনক তালিকায়।
ফিফপ্রো, অর্থাৎ পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন, প্রতিবছর বিশ্বের পেশাদার খেলোয়াড়দের ভোটে এই একাদশ প্রকাশ করে। এ বছর বিশ্বের ২০ হাজারেরও বেশি ফুটবলার অংশ নিয়েছেন ভোটগ্রহণে। ২০০৫ সালে যাত্রা শুরু করা এই পুরস্কারটি বিশ্বের একমাত্র স্বীকৃত পুরস্কার, যেখানে শুধুমাত্র খেলোয়াড়রাই অন্য খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করে ভোট দেন।
লামিন ইয়ামালের এই অর্জনের মাধ্যমে ভাঙলো কিলিয়ান এমবাপ্পের সাত বছরের পুরনো রেকর্ড। ২০১৮ সালে এমবাপ্পে ১৯ বছর বয়সে এই তালিকায় জায়গা পেয়েছিলেন, আর এবার তার সেই রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে গেলেন ইয়ামাল। স্প্যানিশ ও ইউরোপীয় ফুটবলে তার ধারাবাহিক পারফরম্যান্সই তাকে এই কৃতিত্ব এনে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
পিএসজির হয়ে পাঁচজন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ক্লাবটির গত মৌসুমের সাফল্যের প্রতিফলন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ঘরোয়া প্রতিযোগিতায় দলটির সাফল্য ফুটবলবিশ্বে তাদের প্রভাব আরও সুদৃঢ় করেছে। তালিকায় থাকা পাঁচজন হলেন—গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা (বর্তমানে ম্যানচেস্টার সিটি), ডিফেন্ডার আশরাফ হাকিমি, নুনো মেন্ডেস, মিডফিল্ডার ভিতিনিয়া এবং ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
এছাড়া ইংল্যান্ডের লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক, চেলসির তরুণ মিডফিল্ডার কোল পামার, এবং রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামও এ বছরের সেরাদের তালিকায় রয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যিনি এবার পিএসজি ছাড়ার পরও বিশ্বসেরা তালিকায় স্থান ধরে রেখেছেন।
এবারের তালিকায় উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত দুই ঐতিহ্যবাহী ফুটবলশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার কোনো খেলোয়াড়। ২০০৫ সালের পর এটাই প্রথমবার যখন দক্ষিণ আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তি থেকে কেউ বর্ষসেরা একাদশে জায়গা পাননি। ফুটবল বিশ্লেষকদের মতে, এটি ইউরোপীয় ক্লাব ফুটবলে প্রজন্ম পরিবর্তনের এক সুস্পষ্ট ইঙ্গিত।
ফিফপ্রো পুরুষদের বর্ষসেরা একাদশ ২০২৫:
গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুম্মা (পিএসজি / ম্যানচেস্টার সিটি, ইতালি)
ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্ডেস (পিএসজি, পর্তুগাল)
মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কোল পামার (চেলসি, ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা, স্পেন), ভিতিনিয়া (পিএসজি, পর্তুগাল)
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)
বিশ্ব ফুটবলের পরিমণ্ডলে এই তালিকা শুধু বছরের সেরাদের স্বীকৃতি নয়, বরং এটি ফুটবলে নতুন প্রজন্মের উত্থান ও ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনেরও প্রতিফলন বলে বিবেচিত হচ্ছে।