বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরাকে ঘিরে সম্প্রতি নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জনের মধ্যে বলা হচ্ছে, অভিনেত্রীর জীবনে এসেছে নতুন প্রেম। নেটিজেনদের দাবি, মালাইকা বর্তমানে হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।
গত বছর অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মালাইকার ব্যক্তিজীবন নিয়ে জল্পনা শুরু হয়। বলিউডের বিভিন্ন সূত্রে জানা গেছে, বিচ্ছেদের পর কিছু মাসের মধ্যেই হর্ষ মেহতার সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর থেকেই তাদের ঘন ঘন দেখা যাওয়ায় সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।
অতীতে এক সাক্ষাৎকারে নিজের পছন্দের পুরুষ সম্পর্কে মন্তব্য করেছিলেন মালাইকা। তিনি বলেছিলেন, একটু রুক্ষ ও ধারালো চেহারার পুরুষ পছন্দ করেন তিনি। খুব পরিপাটি, ফর্সা ও গোঁফ-দাড়ি কামানো পুরুষ তার পছন্দ নয়। এছাড়া তিনি জানান, পুরুষের মধ্যে থাকতে হবে স্পষ্টবাদিতা ও সাহসের গুণ। মালাইকার ভাষায়, ‘‘আমি এমন পুরুষ পছন্দ করি, যে প্রকাশ্যে সাহসের সঙ্গে ফ্লার্ট করতে পারে এবং ভালো চুমু খেতে জানে।’’
সেই সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ের প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল মালাইকাকে। উত্তরে তিনি জানান, ভালোবাসায় বিশ্বাসী হিসেবে ভবিষ্যতে বিয়ের সম্ভাবনাকে তিনি নাকচ করছেন না। তার ভাষায়, “আমি খুবই রোম্যান্টিক মানুষ। আমি ভালোবাসায় বিশ্বাস করি। তাই ভবিষ্যতে কী হবে, তা এখনই বলা সম্ভব নয়।”
অন্যদিকে, হর্ষ মেহতা সম্পর্কে বলিউড মহলে জানা গেছে, তিনি ভারতের অন্যতম পরিচিত তরুণ ব্যবসায়ী এবং হীরার ব্যবসার সঙ্গে যুক্ত। হর্ষ মুম্বাইয়ের সামাজিক পরিমণ্ডলে বেশ পরিচিত মুখ হলেও বিনোদন জগতের সঙ্গে তার সম্পর্ক খুব বেশি ঘনিষ্ঠ ছিল না। মালাইকার সঙ্গে পরিচয়ের পর থেকেই তাকে নানান বলিউড অনুষ্ঠানে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র।
যদিও মালাইকা বা হর্ষ— কেউই এখন পর্যন্ত তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এ নিয়ে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাননি।
বলিউডে জোর গুঞ্জন, মালাইকা ও হর্ষের সম্পর্ক এখন বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গিয়েছে। তবে উভয় পক্ষের আনুষ্ঠানিক স্বীকারোক্তি না আসা পর্যন্ত এটি কেবলই জল্পনা হিসেবেই বিবেচিত হচ্ছে।
সাম্প্রতিক সময়ে মালাইকা আরোরা বিভিন্ন টেলিভিশন শো ও ফ্যাশন ইভেন্টে অংশ নিচ্ছেন। অভিনেত্রীর নতুন কোনো চলচ্চিত্র প্রকল্পের খবর এখনও প্রকাশ পায়নি, তবে ব্যক্তিগত জীবনের এই গুঞ্জন বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে।