বিনোদন ডেস্ক
বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী সোমবার (৩ অক্টোবর) ৫২ বছরে পা রেখেছেন। এবারের জন্মদিনও তিনি কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে, মা, মেয়ে ও বোনের সঙ্গে নিউইয়র্কে।
২০২৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই প্রখ্যাত নায়িকা। তখন থেকে তিনি আর দেশে ফেরেননি। গত দুই বছর ধরেই সেখানে পরিবার-পরিজন নিয়ে জন্মদিন উদযাপন করছেন তিনি।
অভিনেতা ও মৌসুমীর স্বামী ওমর সানী জানিয়েছেন, মৌসুমীর মা অসুস্থ থাকায় আপাতত দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই তার। মায়ের সেবা ও চিকিৎসার জন্যই তিনি নিউইয়র্কে অবস্থান করছেন। এ কারণেই এবারও দেশে না থেকে বিদেশে জন্মদিন পালন করছেন তিনি।
ঢাকাই চলচ্চিত্রে মৌসুমী ছিলেন নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। প্রথম চলচ্চিত্রেই দর্শক হৃদয়ে স্থান করে নেন তিনি। পরবর্তীতে ‘মেয়েটি এখন কোথায় যাবে’, ‘অনন্ত ভালোবাসা’, ‘দোলনা’, ‘দিন আমার’, ‘হারানো প্রেম’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
চলচ্চিত্রের পাশাপাশি মৌসুমী নাটক ও টেলিফিল্মেও নিয়মিত ছিলেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাতেও যুক্ত হয়েছেন তিনি। তার পরিচালিত ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেয়েছিল।
জন্মদিন উপলক্ষে মৌসুমীর ভক্তরা দেশজুড়ে নানা উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের শুভেচ্ছা বার্তা ভেসে এসেছে দিনভর। তবে মৌসুমী জানিয়েছেন, দেশে থাকলে উদযাপনটা আরও আনন্দময় হতো।
বাংলা চলচ্চিত্রে তিন দশকেরও বেশি সময় ধরে অবদান রেখে চলা এই অভিনেত্রী এখনও দর্শকের কাছে প্রিয় মুখ। অভিনয় জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত আছেন।
৫২ বছরে পা রেখে মৌসুমী জীবনের এই পর্যায়ে পরিবার, অভিনয় ও ব্যক্তিগত দায়িত্বের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ সূত্র। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও, ভবিষ্যতে নতুন কোনো চলচ্চিত্রে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশে ফেরার পর।