বিনোদন ডেস্ক
ঢালিউড অভিনেত্রী পরীমনি সম্প্রতি মালয়েশিয়ায় দশদিনের সফর শেষে দেশে ফিরেছেন। গত ২৪ অক্টোবর তার জন্মদিন উপলক্ষে তিনি দেশের বাইরে এই সফরে গিয়েছিলেন। দীর্ঘ প্রায় দুই সপ্তাহের এই সফর ছিল মূলত জন্মদিন উদযাপনকেন্দ্রিক, যেখানে তার সঙ্গে ছিলেন ঘনিষ্ঠ কয়েকজন সঙ্গী।
জানা গেছে, জন্মদিনের চার দিন আগে থেকেই পরীমনির জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছিল। সেই সময় তার মেকআপ আর্টিস্ট অর্ক অগ্রিম কেক কেটে তাকে চমকে দেন। এরপরই অভিনেত্রী জন্মদিন পালন করতে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন।
পরীমনি ২৩ অক্টোবর মালয়েশিয়ায় পৌঁছান। সেখানে তিনি লংকি আইল্যান্ডে সহকর্মী ও বন্ধুদের সঙ্গে বিশেষভাবে জন্মদিন উদযাপন করেন। সফর শেষে দেশে ফিরে তিনি শনিবার (১ নভেম্বর) সকালে সামাজিক মাধ্যমে একটি পোস্টে পুরো ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই পোস্টে পরীমনি জানান, দেশের বাইরে দীর্ঘ দশ দিনের জন্য জন্মদিন উদযাপনমূলক সফরে যাওয়া ছিল তার জীবনের প্রথম অভিজ্ঞতা। এ সফরে তার সঙ্গে ছিলেন সাতজন—তার ছেলে, ছেলের ন্যানি মোবারক, ম্যানেজার তুরান, ঘনিষ্ঠ বন্ধু শাওন, চঞ্চল, বরিশালের মনুজান নাইম এবং তিনি নিজে।
অভিনেত্রী জানান, সফরটি ছিল আনন্দ, হাসি ও নতুন অভিজ্ঞতায় ভরপুর। তিনি লিখেছেন, “যাওয়ার দিন হইহই করতে করতে গেলাম। সবাই কত ছবি-ভিডিও করলাম সারা পথ। ১০ দিন একসঙ্গে কাটিয়ে নিজেদের নতুনভাবে চিনতে পারলাম। দুঃখ, হাসি, আনন্দ—সব মিলিয়ে এটি আমাদের জীবনের স্মরণীয় এক অধ্যায়।”
পরীমনি আরও জানান, সফরের সময় তিনি সামাজিক মাধ্যমে খুব বেশি সক্রিয় ছিলেন না। কারণ, তারা পুরো সময়টিকে বাস্তবভাবে উপভোগ করতে চেয়েছিলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, “আমি তো সিমকার্ডও কিনিনি! এর মধ্যে যা ছবি ও ভিডিও তোলা হয়েছে, তার সব কৃতিত্ব শাওনের।”
ভ্রমণ শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনেত্রী লেখেন, “আজ আমাদের বাড়ি ফেরা হলো। এই সফর আমার জীবনের একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সবাইকে।”
প্রসঙ্গত, গত ২৪ অক্টোবর নিজের জন্মদিনে মালয়েশিয়ার লংকি আইল্যান্ডে সহকর্মী ও বন্ধুদের সঙ্গে কেক কাটেন পরীমনি। সেই সময় সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।”
বর্তমানে পরীমনি চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক মাধ্যমে তার উপস্থিতি বেশ সক্রিয়। ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ও অনুভূতি নিয়মিতভাবে তিনি তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।