1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
২০২৬ বিশ্বকাপের ড্র ও সূচি ঘোষণায় ট্রফি স্পর্শবিষয়ক বিভ্রান্তি নিয়ে ব্যাখ্যা ফিফার বার্সেলোনার গোলবন্যায় রিয়াল বেটিস পরাস্ত ভারত–রাশিয়া ঘনিষ্ঠতা বাড়ছে যুক্তরাষ্ট্রের নীতিগত অস্থিরতার কারণে: পেন্টাগনের সাবেক কর্মকর্তা নূর সিনেমা ওটিটিতে মুক্তির আগে আলোচনায় শুভ–ঐশীর অভিনয় নিকাহ রেজিস্ট্রার নিয়োগে কওমি সনদের অন্তর্ভুক্তি জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে রায়েরবাজারে মরদেহ উত্তোলন শুরু বিএনপি মহাসচিবের দাবি—ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের বৈঠক তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায়–বিরোধী আপিলের শুনানি শুরু মন্দিরা চক্রবর্তীর নতুন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ভক্তদের আগ্রহ

রাশিয়া ইউরোপে হামলা করবে না: আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা জানিয়েছেন, রাশিয়া ইউরোপের অন্য কোনো দেশে হামলা করবে না। তার মতে, সামরিক জোট ন্যাটো যেকোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

বার্লিনে আয়োজিত ‘বার্লিন গ্লোবাল ডায়ালগ’ সম্মেলনের ফাঁকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। আল জাজিরা ৪ নভেম্বর (মঙ্গলবার) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রামা বলেন, “ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বা ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করা একেবারেই নির্বুদ্ধিতার কাজ হবে। রাশিয়া আলবেনিয়ায় হামলা করবে না, ইউরোপের অন্য কোনো দেশেও না।” তিনি আরও যোগ করেন, “ন্যাটো যেকোনো ধরনের আগ্রাসনের জন্য প্রস্তুত। ভয় পাওয়ার কোনো কারণ নেই— এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট।”

ইইউয়ের ২৭ সদস্য দেশের মধ্যে ২৩টি ন্যাটোর সদস্য। আলবেনিয়া নিজেও ন্যাটোর সদস্য এবং ২০১৪ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থী দেশ হিসেবে রয়েছে। এই প্রেক্ষাপটে রামা বলেন, “রাশিয়া নিয়মিতভাবে ইউরোপীয় ইউনিয়নকে উসকানি দিচ্ছে। রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলো প্রতিদিন নানা ধরনের উসকানির মুখোমুখি হচ্ছে। ইইউ নিজেকে রক্ষা করছে এবং আরও শক্তভাবে রক্ষার পরিকল্পনা করছে।”

গত সেপ্টেম্বরে পোল্যান্ড, ফিনল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে ও রোমানিয়া রাশিয়ার বিরুদ্ধে তাদের আকাশসীমায় সন্দেহভাজন ড্রোন অনুপ্রবেশের অভিযোগ তোলে। একই মাসে, ১৯ সেপ্টেম্বর ন্যাটো জানায় যে, তারা এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়া তিনটি রুশ মিগ–৩১ যুদ্ধবিমানকে আটকায়। তবে মস্কো এসব অভিযোগ অস্বীকার করেছে।

জার্মান গোয়েন্দা সংস্থার প্রধান মার্টিন ইয়াগারও সম্প্রতি সংসদে সতর্ক করে বলেন, রাশিয়া ইউরোপে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, তবে ন্যাটোর সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর ইচ্ছা তাদের নেই। এ বিষয়ে রাশিয়ার অবস্থানও একই রকম— দেশটি ইউরোপীয় দেশগুলোর উদ্বেগকে ‘অকারণ আতঙ্ক’ হিসেবে প্রত্যাখ্যান করেছে।

রামার সরকার রাশিয়ার ইউক্রেন আক্রমণের শুরু থেকেই মস্কোর তীব্র সমালোচক। আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞাগুলোতেও সমর্থন দিয়েছে। তবে রামা মনে করেন, ইইউ এখনো যুদ্ধের অবসানের জন্য কোনো কার্যকর শান্তি পরিকল্পনা তৈরি করতে পারেনি। তিনি বলেন, “ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য ইইউর এখন একটি বাস্তবসম্মত শান্তি পরিকল্পনা তৈরি করা উচিত। এটি না হওয়াটা আমার কাছে বিস্ময়কর।”

আলবেনিয়ার প্রধানমন্ত্রী আরও বলেন, “যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া–ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগ নিচ্ছেন, তখন ইউরোপীয় ইউনিয়নেরও উচিত নিজেদের কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানো এবং শান্তির দৃষ্টিভঙ্গি সামনে আনা।”

তিনি জোর দিয়ে বলেন, ইউরোপীয় নেতাদের রাশিয়ার সঙ্গে সংলাপের উপায় খুঁজে বের করতে হবে, যাতে যুদ্ধের অবসান সম্ভব হয়। এ বিষয়ে তিনি ইইউর কূটনৈতিক সক্রিয়তা বৃদ্ধির আহ্বান জানান।

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেন যে, তিনি এখনো ইউরোপীয় কোনো শান্তি পরিকল্পনা দেখেননি।

রামা আরও জানান, আলবেনিয়ায় এখনো রুশ ড্রোন দেখা যায়নি এবং দেশটি কোনো নিরাপত্তা হুমকি অনুভব করছে না। তার ভাষায়, “আমি একজন আলবেনীয়। আমাদের কোনো ভয় নেই। আলবেনিয়ায় রুশ শত্রুতার জায়গা নেই, কারণ এখানে রাশিয়ার প্রতি কোনো সহানুভূতিও নেই।”

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ অনুযায়ী, রাশিয়া ইতোমধ্যে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’ চালাচ্ছে, যেখানে সাইবার হামলা, ভুয়া তথ্য প্রচার ও বিভ্রান্তি তৈরির মতো কৌশল ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক ড্রোন অনুপ্রবেশ ঘটনাগুলোও এই কৌশলেরই অংশ বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2021 deshmediabd.com