বিনোদন ডেস্ক
জনপ্রিয় টলিউড অভিনেতা জিতু কামাল ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ধান্যকুড়িয়ার শুটিং সেটে বুকে ব্যথা এবং কাঁপুনি ও জ্বর অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুটিং দলের এক অনামিকর্মী জানিয়েছেন, অভিনেতার অসুস্থতা দেখে অবস্থা দ্রুত গুরুতর হিসেবে ধরা হয়। বর্তমানে তিনি বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যদিও অসুস্থতার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, অনেকে মনে করছেন, একটানা কাজের চাপেই তিনি এই অবস্থার মুখোমুখি হয়েছেন।
জিতুর সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও সেটে উপস্থিত ছিলেন এবং সহকর্মীর আকস্মিক অসুস্থতায় তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন।
এর আগে জিতু ও শ্রাবন্তীকে ‘বাবুসোনা’ সিনেমায় জুটি বাঁধতে দেখা গিয়েছিল। এছাড়া ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ ছবিতেও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।