খেলাধুলা ডেস্ক
অকল্যান্ড, ৬ নভেম্বর ২০২৫: অকল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে রুদ্ধশ্বাস লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র তিন রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ এ সমতা।
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুটা ছিল ব্যর্থতায় ভরা। মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ১৩তম ওভারেই রোস্টন চেজকে হারিয়ে দলটি ৯৩ রানে ছয় উইকেট হারায়। সেখান থেকেই ম্যাচে ফিরে আসে ক্যারিবিয়ানরা রভম্যান পাওয়েল ও রোমারিও শেফার্ডের ব্যাটে ভর করে।
সপ্তম উইকেটে এই জুটি গড়ে ৬২ রানের ঝড়ো পার্টনারশিপ। শেফার্ড ১৬ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৪ রান করে আউট হলে মাঠে নামেন ম্যাথু ফোর্ড। শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল ১৬ রান—জয়ের আশা তখনও টিকে ছিল। পাওয়েল তখন সেট ব্যাটার, অন্যপ্রান্তে ফোর্ড মারছিলেন দাপটের সঙ্গে। শেষ ওভারের প্রথম তিন বলে দুটি চার হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন ফোর্ড। কিন্তু চতুর্থ বলে শর্ট থার্ডে ক্যাচ তুলে দেন পাওয়েল, ফিরতে হয় তাকে। ১৬ বলে ১ চার ও ৬ ছয়ে ৪৫ রান করেন এই ব্যাটার।
শেষ দুই বলে প্রয়োজন ছিল ৮ রান, কিন্তু কাইল জেমিসনের নিখুঁত বোলিংয়ে তা আর সম্ভব হয়নি। নিউজিল্যান্ড মাত্র তিন রানে ম্যাচটি নিজেদের করে নেয়। ফোর্ড অপরাজিত থাকেন ১৩ বলে ২৯ রানে, যেখানে দুটি চার ও দুটি ছয়ের মার ছিল। আলিক অ্যাথানেজ করেন ৩৩ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ২০৪ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
এর আগে ব্যাট হাতে ঝড় তোলেন নিউজিল্যান্ডের মার্ক চাপম্যান। ২৮ বলে ৬ চার ও ৭ ছয়ে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসের শেষ দিকে ড্যারিল মিচেল ১৪ বলে ২৮ রান ও মিচেল স্যান্টনার ৮ বলে ১৮ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন। ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তোলে নিউজিল্যান্ড।
এই জয়ে সিরিজে সমতা ফেরাল স্বাগতিকরা। আগামী ম্যাচে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে মুখোমুখি হবে দুই দল।