বিনোদন ডেস্ক
বলিউডে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ম্যায় হুঁ না’–র গুরুত্বপূর্ণ নায়িকা চরিত্রের জন্য প্রথমে চূড়ান্ত করা হয়েছিল আয়েশা টাকিয়াকে। তবে শুটিং শুরু হওয়ার মাত্র দুই সপ্তাহ আগে তিনি প্রকল্প থেকে সরে যান। সম্প্রতি পরিচালক ফারাহ খান তার নিজস্ব ভ্লগে এই ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।
ফারাহ খানের কথায়, ‘শুটিং শুরু হওয়ার ঠিক দুই সপ্তাহ আগে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। দার্জিলিঙের লোকেশনও বুক করা ছিল। তখনই জানতে পারি, আয়েশা ছবিটি করতে পারবে না।’ তিনি জানান, ওই সময় আয়েশা ইমতিয়াজ আলির একটি ছবির কাজে ব্যস্ত ছিলেন। তিনি বলেন, ‘আমি ওকে ফোন করে বলেছিলাম, পোশাক-পরিচ্ছদ কিছুই তৈরি হয়নি। তখন আয়েশা জানায়, ইমতিয়াজের ছবির শুটিং চলায় ‘ম্যায় হুঁ না’-তে কাজ করা সম্ভব নয়।’
নায়িকা পরিবর্তনের প্রস্তাব আসে শাহরুখ খানের স্ত্রী ও ছবির সহপ্রযোজক গৌরী খান থেকে। ফারাহ খান বলেন, ‘গৌরী বলেছিলেন, অমৃতাকে একবার দেখো। প্রথমে ওকে দেখে আমার মনে হয়নি চরিত্রের সঙ্গে মেলে, কারণ ও সাধারণ পোশাকে ছিল। তবে অডিশনে কান্নার দৃশ্যটা করতে দিই। ক্যামেরার সামনে অমৃতা একেবারে অন্য মানুষ; অভিনয়ে ছিল দারুণ তীব্রতা।’
শেষপর্যন্ত সেই পরীক্ষার ভিত্তিতে অমৃতা রাও চরিত্রে নির্বাচিত হন। ‘ম্যায় হুঁ না’–র মুক্তির পর তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এই সিনেমার মাধ্যমে ফারাহ খানের পরিচালনা জীবনে নতুন অধ্যায় শুরু হয় এবং অমৃতা রাও বলিউডে দৃঢ় অবস্থান প্রতিষ্ঠা করেন।
চলচ্চিত্রটি শাহরুখ খান, অমৃতা রাও এবং ফারাহ খানের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। সিনেমার সফলতা এবং অভিনয় প্রশংসা, নায়িকা পরিবর্তনের ঘটনাকেই নতুন দৃষ্টিকোণ দিয়েছে দর্শক ও সমালোচকদের কাছে।