জাতীয় ডেস্ক
রাজধানীতে পূর্ব ঘোষিত শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া নন-এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নন-এমপিও শিক্ষকরা জানান, তারা দীর্ঘদিন ধরে বেতনভাতা ছাড়া শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের এক দফা দাবি হলো— দেশের সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও তালিকাভুক্ত করা।
সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া বলেন, সকাল থেকে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেলে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ শুরু করে। তিনি জানান, “আমরা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হচ্ছিলাম, হঠাৎ পুলিশ লাঠিপেটা শুরু করে। পরে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আমাদের ছত্রভঙ্গ করা হয়।” এতে তিনিসহ বহু শিক্ষক আহত হন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং এমপিওভুক্তির প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অন্যদিকে, এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (পেট্রোল) বুলবুল আহমেদ বলেন, “নন-এমপিও শিক্ষকরা দুপুরে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে তাদের নেতারা শান্তিপূর্ণ বিক্ষোভের আশ্বাস দিলেও, অনেক শিক্ষক ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে অগ্রসর হতে চান। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জলকামান ব্যবহার করে ও এক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।” তবে তিনি লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনার পর বিকেল থেকেই জাতীয় প্রেস ক্লাবের আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করে। আহত অনেক শিক্ষককে তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
প্রসঙ্গত, গত ১৮ দিন ধরে এমপিওভুক্তির দাবিতে রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন অঞ্চলের নন-এমপিও শিক্ষকরা। তাদের দাবি, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও এমপিও সুবিধা না থাকায় তারা নিয়মিত বেতন পাচ্ছেন না, ফলে পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে আছেন। শিক্ষকদের দাবি পূরণে সরকার এখনো কোনো আশ্বাস না দেওয়ায় আন্দোলন ক্রমেই তীব্র আকার ধারণ করছে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, এমপিওভুক্তির বিষয়ে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাঁরা রাজধানীতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তারা জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।