বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ (১০ নভেম্বর)। প্রতিবছরের মতো এবছরও পরিবারকে সঙ্গে নিয়েই জন্মদিন উদযাপন করছেন তিনি। দিনটিকে ঘিরে কোনো আনুষ্ঠানিক আয়োজনের ঘোষণা না থাকলেও পারিবারিক পরিসরেই উদযাপন করবেন বলে জানা গেছে।
জন্মদিনের আগের দিনই কক্সবাজারে ভ্রমণের কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রতটে গোলাপি পোশাকে রোদ, আকাশ ও সমুদ্রের মিশেলে এক ভিন্ন আবহে সময় কাটিয়েছেন মিম। তিনি উল্লেখ করেছেন, ছবিগুলো তোলা হয়েছিল তার জন্মদিনের দুই দিন আগে কক্সবাজার সফরের সময়।
বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি ভ্রমণপ্রিয় হিসেবেও পরিচিত। দেশের বিভিন্ন স্থানের পাশাপাশি বিদেশ ভ্রমণও উপভোগ করেন তিনি। তার অনুসারীরা প্রায়ই সামাজিক মাধ্যমে মিমের ভ্রমণ অভিজ্ঞতার ছবি ও ভিডিও দেখতে পান।
২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার মাধ্যমে মিমের অভিনয়জীবন শুরু হয়। সেই থেকে প্রায় দেড় যুগ ধরে চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি। কর্মজীবনে পেশাদারিত্ব ও নিয়মিত উপস্থিতির কারণে তিনি ঢাকাই চলচ্চিত্রে এক নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
চলচ্চিত্রে তার প্রথম কাজ ছিল চয়নিকা চৌধুরীর ‘আমার আছে জল’। পরবর্তী সময়ে তিনি একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় জীবনের সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সাম্প্রতিক বছরগুলোতে মিম বড় পর্দায় তুলনামূলক কম কাজ করছেন। তবে মডেলিং ও ব্র্যান্ড-অ্যাম্বাসেডর হিসেবে তার উপস্থিতি অব্যাহত রয়েছে। বর্তমানে তিনি আন্তর্জাতিক ব্র্যান্ড রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ চলচ্চিত্রে অভিনয়ের পর পুনরায় আলোচনায় আসেন মিম। সিনেমাটি দর্শক ও সমালোচক—উভয়ের কাছেই প্রশংসিত হয়। চলচ্চিত্রটির সাফল্য তার ক্যারিয়ারে নতুন গতি যোগ করে।
বর্তমানে বিদ্যা সিনহা মিম অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি সংসার জীবনও সামলাচ্ছেন পরিপূর্ণভাবে। পেশাগত জীবনে তিনি নিয়মিত নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। জন্মদিনে পরিবারকেন্দ্রিক আয়োজন ও সাম্প্রতিক ভ্রমণ তার ব্যক্তিগত জীবনের ভারসাম্যপূর্ণ দিকটিকেই প্রতিফলিত করছে।