অর্থনীতি ডেস্ক
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) দেশের ভোজ্যতেলের দাম বৃদ্ধির সুপারিশ করেছে। লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। মূল কারণ হিসেবে কমিশন আন্তর্জাতিক বাজারের দাম অসংগতি, এলসির গড় মূল্য ও ডলারের বিনিময় হার বৃদ্ধিকে উল্লেখ করেছে।
সোমবার (১০ নভেম্বর) BITTC এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৭ জুলাই অনুষ্ঠিত তেলের মূল্য সমন্বয় সভায় ৩ আগস্ট থেকে প্রতি লিটার সয়াবিন তেলের বিক্রির অনুমোদিত দাম ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন ও ডলারের বৃদ্ধি এলসির খরচে প্রভাব ফেলায় নতুন সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বরে আন্তর্জাতিক বাজারে প্রতি টন সয়াবিন তেলের খরচ দাঁড়িয়েছে ১,০৬২ ডলার, পাম তেলের ক্ষেত্রে ১,০৩৭ ডলার। এই অবস্থায় দেশে বাজারজাত তেলের দাম পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে।
কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রতি ডলারের হিসাব ১২২.৬০ টাকা ধরে সয়াবিন ও পাম সুপার তেলের দাম সমন্বয় করা হবে। এতে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকার পরিবর্তে ১৯৮.২৭ টাকা নির্ধারণ করা হবে। খোলা ১ লিটার সয়াবিন তেলের দামও ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে ১৭৭.৮৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গত এক বছরে দেশের বাজারে ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ১৪ শতাংশ বেড়েছে। নতুন সুপারিশ বাস্তবায়িত হলে বছরের শেষ দিকে পুনরায় ভোজ্যতেলের বাজারদামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা দিতে পারে।