খেলাধুলা ডেস্ক
বাংলাদেশ সফরে আসার আগে আয়ারল্যান্ড ক্রিকেট দলের জন্য খারাপ খবর এসেছে। টেস্ট সিরিজ শুরুর একদিন আগে হাঁটুতে চোট পেয়ে টিম থেকে ছিটকে গেছেন রস অ্যাডায়ার। তিনি ছিলেন টি-টোয়েন্টি সিরিজের দলে, তবে ইনজুরির কারণে তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয়েছেন জর্ডান নিল।
রস অ্যাডায়ার এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় একটি ইনিংস খেলেছিলেন, যেখানে তিনি ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন। তবে, গত কয়েক মাসে ছোটখাটো ইনজুরিতে আক্রান্ত হয়েছেন তিনি। ২০২৩ সালে এ পর্যন্ত তিনি মাত্র তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে তার রান ছিল যথাক্রমে ৪৮, ২৬ ও ৩৩। এই ইনজুরির কারণে অ্যাডায়ার এখন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারবেন কিনা, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অ্যাডায়ারের ইনজুরির কারণে টেস্ট সিরিজে তার স্থলাভিষিক্ত হয়েছেন জর্ডান নিল। ১৫ সদস্যের আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াডে থাকা নিল এখন বাংলাদেশ সফরের জন্য আরো দীর্ঘ সময় ধরে দলের সঙ্গে থাকবেন। গত মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর, মাঠে চোটে পড়ে বেশ কিছু সময় খেলা থেকে দূরে থাকতে হয়েছিল তাকে।
আগামী ১৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। এরপর ২৭ নভেম্বর থেকে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।