অর্থনীতি ডেস্ক
ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আয়কর কর্তনের জন্য আইবাস সিস্টেমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। ১০ নভেম্বর, সোমবার, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক (হিসাব ও পদ্ধতি) মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়।
পত্রে বলা হয়, চলতি অর্থবছরে যে সকল পুরুষ সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬,৭৮৫ টাকা এবং যে সকল নারী সরকারি কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ৩০,৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয়কর করমুক্ত সীমা অতিক্রম করছে। এই কারণে, আয়কর আইন অনুযায়ী, তাদের বেতন-বিল থেকে মাসিক আয়কর কর্তন করা হবে।
এছাড়া, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বিল থেকে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব ট্রেজারি বুলসের এস, আর, ১১৫ তে উত্তোলনকারীর ওপর বর্তাবে বলেও পত্রে উল্লেখ করা হয়।
এই নির্দেশনা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।