জাতীয় ডেস্ক
ঢাকা: আগামী ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি সামনে রেখে দেশে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, লকডাউন পরিস্থিতি নিয়ে সরকার পুরোপুরি সতর্ক রয়েছে এবং কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সহ্য করা হবে না।
তিনি আরও জানান, “লকডাউন ঘিরে পেট্রোলিং বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, অস্ত্র উদ্ধারের কার্যক্রমও অব্যাহত রয়েছে। রাস্তার ধারে পেট্রোল বিক্রি করা যাবে না, কারণ এই পেট্রোল দিয়েই অঘটন ঘটানোর চেষ্টা করা হতে পারে।”
এছাড়া, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তিনি জনগণকে অনুরোধ করেন, যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানাতে এবং আইন হাতে তুলে না নিয়ে বাহিনীর সহায়তায় সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরো বলেন, “এ ধরনের ঘটনায় পুলিশ ও সাধারণ মানুষকে একত্রে কাজ করতে হবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা যায়।”